AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi Exclusive: ‘আমাকে শাহেনশাহ বলে ঠিকই করেছেন’, প্রিয়াঙ্কাকে মোক্ষম জবাব মোদী

Narendra Modi: মহারাষ্ট্রে লোকসভা ভোটের প্রচার পর্বের মাঝেই টিভি নাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে, প্রিয়াঙ্কার মন্তব্যকে সমর্থনই করলেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, প্রিয়াঙ্কা গান্ধী তাঁকে শাহেনশাহ বলে ঠিকই করেছেন। কেন? সেই ব্যাখ্যাও দিলেন মোদী।

Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2024 | 11:59 PM

মহারাষ্ট্র: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘শাহজাদা’ বলায় বেজায় বিরক্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ভাইয়ের হয়ে ব্যাট ধরে প্রিয়াঙ্কা পাল্টা মোদীকে নিশানা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘শাহেনশাহ’ বলে প্রতি আক্রমণ শানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার তার জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী। মহারাষ্ট্রে লোকসভা ভোটের প্রচার পর্বের মাঝেই টিভি নাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে, প্রিয়াঙ্কার মন্তব্যকে সমর্থনই করলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, প্রিয়াঙ্কা গান্ধী তাঁকে শাহেনশাহ বলে ঠিকই করেছেন। কেন? সেই ব্যাখ্যাও দিলেন মোদী।

টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেন, “আমাকে যে শাহেনশাহ বলা হচ্ছে, আমার মতে সঠিক বিশ্লেষণই করা হয়েছে। ২০০১ সালে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। তখন থেকে এখনও পর্যন্ত এত কিছু সহ্য করেছি… এত অভিযোগ, গালি সহ্য করেছি। যিনি এত কিছু সহ্য করেন, তিনি তো শাহেনশাহই।”

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটের প্রচার পর্বে রাহুল গান্ধীকে ‘কংগ্রেসের শাহজাদা’ কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। একাধিকবার নিশানা শানিয়েছেন রাহুলকে। ভাইয়ের উপর একের পর এক আক্রমণ দেখে পাল্টা মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। রাহুলকে ‘শাহজাদা’ খোঁচার পাল্টা দিয়ে প্রিয়াঙ্কা উল্লেখ করেছিলেন, রাহুলের পদযাত্রার কথা। রাহুল গান্ধীর হয়ে সওয়াল করতে গিয়েই প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা আক্রমণ শানিয়েছিলেন মোদীর উদ্দেশে। তাঁকে ‘শাহেনশাহ’ বলে প্রতি আক্রমণ শানিয়েছিলেন। এবার তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

শুধু তাই নয় এবারের ভোটে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট আরও বড় সাফল্য পাবে সে ব্যাপারেও আত্মপ্রত্যয়ী মোদী। তাঁর মতে, গত ১০ বছরে কী কাজ হয়েছে, তা গোটা দেশবাসী দেখেছেন। তার উপর ভিত্তি করেই সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে মত নমোর।