PM Narendra Modi: ৩৭০ বিলুপ্তি থেকে কোভিডের বিরুদ্ধে লড়াই, গত পাঁচ বছরের সাফল্য মোদীর ভাষণে

Feb 10, 2024 | 5:47 PM

লোকসভা নির্বাচনের আগে সংসদের অধিবেশনের শেষ দিন মোদী কী বলেন, সে দিকে স্বাভাবিক ভাবেই নজর ছিল রাজনৈতিক মহল থেকে গোটা দেশবাসীর। সেখানেই একাধিক বিষয় তুলে ধরেছেন মোদী। তবে গত পাঁচ বছরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিজের ভাষণে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi: ৩৭০ বিলুপ্তি থেকে কোভিডের বিরুদ্ধে লড়াই, গত পাঁচ বছরের সাফল্য মোদীর ভাষণে
নরেন্দ্র মোদী
Image Credit source: Sansad TV

Follow Us

নয়াদিল্লি: ১৭ তম লোকসভার অধিবেশনের শেষ দিন ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগে সংসদের অধিবেশনের শেষ দিন মোদী কী বলেন, সে দিকে স্বাভাবিক ভাবেই নজর ছিল রাজনৈতিক মহল থেকে গোটা দেশবাসীর। সেখানেই একাধিক বিষয় তুলে ধরেছেন মোদী। তবে গত পাঁচ বছরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিজের ভাষণে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

  1. আমার বিশ্বাস, ১৭তম লোকসভাকে দেশ আশীর্বাদ দেবেন। এই লোকসভায় সভার সমস্ত সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। লোকসভার সকল সদস্যকে অভিনন্দন মোদীর।
  2. স্পিকারকেও আন্তরিত ধন্যবাদ প্রধানমন্ত্রীর। মোদী বলেছেন,  “নিরপেক্ষতার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সমস্ত রকম পরিস্থিতিতে আপনার মুখের হাসি বজায় থেকেছে। সমস্ত রকম পরিস্থিতিতে আপনি লোকসভার পরিচালনা করেছেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ।”
  3. সংসদের অধিবেশনের শেষ দিনে কোভিড অতিমারির প্রসঙ্গও এল মোদীর কথায়। সঙ্কটকালেও দেশের কাজ বন্ধ হয়নি, সংসদের কাজ বজায় থেকেছে।
  4. মোদী বলেছেন, “কোভিড কালে সংসদরা নিজের বেতন থেকে ৩০ শতাংশ দিয়েছেন। এর জন্য সকলকে ধন্যবাদ জানাই। এই পদক্ষেপ বিশ্বাস জুগিয়েছে দেশবাসীকে।”
  5. স্পিকারের উদ্দেশে মোদী বলেছেন, “সংসদের ক্যান্টিনে সবার জন্য একই দামে খাবারের ব্যবস্থা করে আপনি দারুণ কাজ করেছেন। আগে সংসদের বাইরে সংসদের নিয়ে এ নিয়ে প্রচুর কথা শোনা যেত। আপনি সেই সমালোচনা থেকে আমাদের বাঁচিয়েছেন।”
  6. এই সময়কালে জি২০ সম্মেলনের সভাপতিত্ব করেছে ভারত। দেশের সমস্ত রাজ্য যে ভাবে তা আয়োজন করেছে, এতে ভারতের সম্মান বিশ্বের কাছে বেড়েছে।
  7. সংসদের লাইব্রেরির দরজা সকলের জন্য খুলেছেন। জ্ঞানের ভান্ডার সকলের জন্য খুলেছেন। এটা আপনার খুব ভাল পদক্ষেপ।
  8. এই সময়কালে প্রচুর সংস্কার হয়েছে। এবং এর মধ্যে অনেক পদক্ষেপ যুগান্তকারী। দেশ দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এতে সাংসদদের ভূমিকা রয়েছে। এ রকম অনেক কাজ সম্পূর্ণ করেছে সপ্তদশ লোকসভা।
  9. জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারাপ বিলোপ যুগান্তকারী পদক্ষেপ। সংবিধানের মর্দাযা করেছে এই পদক্ষেপ। কাশ্মীর লোক সামাজিক ন্যায় পেয়েছে।
  10. আতঙ্কবাদ দাঁত-নখ বের করে দেশের কপালে গুলি করত। দেশের বীররা প্রাণ হারাতেন জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে। আমরা এর বিরুদ্ধে কঠোর আইন বানিয়েছি। যে লোক এর ভুক্তভোগী, তাঁরা বল পেয়েছেন। ভারত যে আতঙ্কবাদের বিরুদ্ধে, সেই বার্তা গিয়েছে সব মহলে।
  11. মহিলা সংরক্ষণ আইন নিয়েও উচ্ছ্বসিত মোদী। আগামী দিনের ভারত এই পদক্ষেপের কথা চিরকাল মনে রাখবে। সংসদে যখন প্রচুর সংখ্যায় মা-বোনেরা বসে থাকবে, তখন গোটাবাসী গর্বিত হবে বলেও আশা প্রধানমন্ত্রীর।
  12. তিন তালাকের প্রসঙ্গও উঠে এসেছে মোদীর মুখে। তাঁর সরকারের আমলে তিন তালাকের মতো প্রথার বিলোপ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই পদক্ষেপকে নারীশক্তির জয় হিসাবে উল্লেখ করেছেন তিনি।
  13. দেশের আকাঙ্খা বিকশিত হওয়ার। ২৫ বছরের মধ্যে বিকশিত ভারতে পরিণত হওয়ার স্বপ্ন দেশবাসীর মধ্যে ঢুকে গিয়েছে বলে দাবি মোদীর। এ প্রসঙ্গে স্বাধীনতা প্রাপ্তির আগে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের প্রসঙ্গও তুলেছেন তিনি।
  14. সরকারি কাজের ফাঁসকে সাধারণ মানুষকে যাতে পড়তে না হয়, তার জন্য সমস্ত ব্যবস্থা গত কত বছরে করা হয়েছে। সরকারের প্রভাব মানুষকে জীবনকে কঠিন বানিয়ে দিলে সে রকম সরকারের দরকার নেই বলেও মনে করেন মোদী।
  15. আর্থির সংস্কার এবং মহাকাশ গবেষণায় দিশা দেখানোর কথাও এ দিন উল্লেখ করেছেন মোদী। তৃতীয় লিঙ্গকে সম্মানজনক ভাবে জেতার উপায় সপ্তদশ লোকসভা করেছে বলে জানিয়েছেন মোদী। এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাও তাঁরা পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
  16. কোভিড অতিমারি এবং গত পাঁচ বছরে মৃত্যু হওয়া সাংসদদেরও এ দিন স্মরণ করেছেন মোদী। আগামী দিনে দেশের সংসদ আরও দায়িত্বশীল কাজের মাধ্যমে দেশবাসীর সেবা করবে বলেও আশা প্রধানমন্ত্রীর।
Next Article