PM Modi Meeting: কর্মসূচির বাইরে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক নমোর, কানে কানে বললেন জয়ের ‘মন্ত্র’ও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 29, 2022 | 7:40 AM

Gujarat Assembly Election 2022: প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৈঠক। মূলত আগামী ডিসেম্বর মাসে রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার প্রস্তুতি ও পরিকল্পনাই খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী মোদী।

PM Modi Meeting: কর্মসূচির বাইরে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক নমোর, কানে কানে বললেন জয়ের মন্ত্রও
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার

Follow Us

গান্ধীনগর: হাতে আর বেশি সময় নেই, কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। দলীয় কর্মীদের মনোবল বাড়াতেই গুজরাট সফর শেষ করার আগে নেতা-মন্ত্রীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকো বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারই প্রধানমন্ত্রীর গুজরাট সফরের শেষদিন ছিল। কর্মসূচির অঙ্গ না হলেও, দিল্লিতে ফেরার আগে গুজরাটের বিজেপি রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন নমো।

শনিবারই দুই দিনের গুজরাট সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অটল ব্রিজ, ভুজ মেমোরিয়ালের উদ্বোধন সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। রবিবার দিল্লিতে ফিরে আসার আগেই আচমকা বৈঠকের ডাক দেন নরেন্দ্র মোদী। বিজেপির সদর দফতর ‘শ্রী কমলম’-এ রাজ্য কমিচির সকল সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বিজেপির রাজ্য সভাপতি সিআর পাটিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী, রাজ্য শিক্ষামন্ত্রী জিতু ভাগানি সহ কোর কমিটির প্রায় সকল সদস্যরাই উপস্থিত ছিলেন এই বৈঠকে, এমনটাই সূত্রের খবর।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৈঠক। মূলত আগামী ডিসেম্বর মাসে রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার প্রস্তুতি ও পরিকল্পনাই খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী মোদী। কীভাবে জয় নিশ্চিত করা যাবে, সে বিষয়েও দলীয় কর্মীদের একাধিক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটাই সূত্রের খবর।

দলীয় সূত্রে খবর, এই বৈঠক প্রধানমন্ত্রীর কর্মসূচির অঙ্গ না হলেও, যেভাবে প্রতিদ্বন্দ্বী দল হিসাবে আম আদমি পার্টি গুজরাটে প্রচার শুরু করেছে, তা নিয়ে কিছু বিজেপি কর্মীরা উদ্বেগ প্রকাশ করতেই, তাদের মনোবল বাড়ানোর জন্য এই বৈঠকের ডাক দেন নরেন্দ্র মোদী। নির্বাচনী ইস্তেহারে কোন কোন বিষয়ের উপরে বিশেষ জোর দেওয়া উচিত, তা নিয়েও একাধিক পরামর্শ দিয়েছেন নমো, এমনটাই জানা গিয়েছে।

বৈঠক শেষে জিতু ভাগানি বলেন, “রাজ্য নেতৃত্বের তরফেই প্রধানমন্ত্রীর কাছে একবার কোর কমিটির বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। এক কথাতেই প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান। বৈঠকে রাজ্যে কী কী জনকল্যাণমূলক কর্মসূচি চালু রয়েছে, সে বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, দলের বিভিন্ন সাংগঠনিক কার্যকলাপ নিয়ে সিআর পাটিল প্রধানমন্ত্রীকে যাবতীয় বর্ণনা দিয়েছেন। কোর কমিটির বাকি সদস্যরাও বিজেপি শাসনে রাজ্যবাসী কীভাবে উপকৃত হচ্ছেন, সে বিষয়ে জানিয়েছেন। প্রধানমন্ত্রী সরকার ও দল- উভয়োর কাজেই খুশি।”

Next Article