নয়া দিল্লি: রাজধানীতে বসেই গোটা দেশের উন্নয়নের উপর কড়া নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অযোধ্যায় প্রস্তাবিত উন্নয়নের কাজ কতদূর এগোল, তা জানতে এ দিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)-র সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বললেন প্রধানমন্ত্রী।
বিগত কয়েক বছর ধরেই অযোধ্যার আধুনিকীকরণ, সড়ক, রেলপথ, বিমানবন্দর ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার পরিকল্পনায় সিলমোহর দিয়েছে কেন্দ্র সরকার।
সেই সময় তিনি বলেছিলেন, “অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির যে প্রস্তাব দিয়েছিল উত্তর প্রদেশ সরকার, তাতে অনুমতি দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে এই কাজের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও কেন্দ্রের তরফে ২৫০ কোটি টাকা দেওয়া হবে।”
এ দিন বিমানবন্দর, সড়ক ও রেলপথ সহ জেলার সামগ্রিক উন্নয়নের হাল-হকিকত জানতে চান প্রধানমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। করোনাকালে গঙ্গায় মৃতদেহ ভেসে ওঠা থেকে শুরু করে সামগ্রিক করোনা পরিস্থিতির মোকাবিলায় যোগী সরকারের গাফিলতিতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল। পরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘনঘন বৈঠকের পর পারস্পারিক সম্পর্কে উন্নতি হয়েছে।
আরও পড়ুন: ‘বেতন আটকে দিন অঙ্গনওয়াড়ির কর্মীদের’, কড়া নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর