FM Transmitter Launched: বেতার সংযোগে জোর, কেন্দ্রশাসিত অঞ্চল সহ ১৮ রাজ্যের ৮৫ জেলায় 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রত্যন্ত জেলা সহ সীমান্ত এলাকাতেও বেতার সংযোগ বাড়াতে ও অল ইন্ডিয়া এফএম পরিষেবা দিতে শুক্রবার ২ কেন্দ্রশাসিত অঞ্চল ও ১৮টি রাজ্যের মোট ৮৫টি জেলায় 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী হওয়ার পরই বেতার সম্প্রচারের প্রতি দৃষ্টিপাত করেছিলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সরাসরি দেশবাসীর সঙ্গে মত বিনিময় করতে চালু করেছিলেন ‘মন কি বাত’ (Mann ki Baat)। এবার বেতার সংযোগ আরও সম্প্রসারিত করতে 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, প্রত্যন্ত জেলা সহ সীমান্ত এলাকাতেও বেতার সংযোগ বাড়াতে ও অল ইন্ডিয়া এফএম (All India FM) পরিষেবা দিতে শুক্রবার মোট ৮৫টি জেলায় 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ নয়া দিল্লি থেকে ভার্চুয়ালি ২টি কেন্দ্রশাসিত অঞ্চল সহ ১৮টি রাজ্যর মোট ৮৫টি জেলায় 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর ফলে আরও প্রায় ৩৫ হাজার বর্গকিলোমিটার এলাকার অতিরিক্ত ২ কোটি মানুষ বেতারের সঙ্গে সংযুক্ত হলেন। এদিন ৮৫টি জেলায় 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “আজকের দিনে অল ইন্ডিয়া রেডিওর এফএম পরিষেবা অল ইন্ডিয়া এফএম হওয়ার ক্ষেত্রে এক বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের ৮৫টি জেলায় অল ইন্ডিয়া এফএম-এর 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন ২ কোটি মানুষের কাছে উপহার স্বরূপ।”
এদিন 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। বিনোদন, খেলাধুলো এবং স্থানীয় জনগণের কাছে কৃষি সংক্রান্ত তথ্য পরিবেশনে এটা বিশেষ সাহায্য করবে। রেডিওর মন কি বাত আরও জনপ্রিয় হবে।”
পিএমও-র বিবৃতি অনুসারে, এদিন ২ কেন্দ্রশাসিত অঞ্চল সহ যে ১৮টি রাজ্যের জেলাগুলিতে 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, কেরল, তেলেঙ্গানা, ছত্তিশগঢ়, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, লাদাখ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্ব আগামী রবিবার, ৩০ এপ্রিল। প্রধানমন্ত্রীর সেই শততম পর্বের মন কি বাত দেশের সমস্ত প্রান্তের সকলের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিজেপি। এর মধ্যেই দেশের ৮৫টি জেলায় প্রধানমন্ত্রীর 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।





