Bangla NewsIndia PM narendra modi inaugurates India Energy Week 2023 in bangalore, karnataka, see highlights
PM Modi: ‘প্রযুক্তি, প্রতিভা এবং উদ্ভাবনের শক্তিতে ভরা বেঙ্গালুরু’, কর্নাটকে এসে বিনিয়োগকারীদের আহ্বান মোদীর
PM Modi: কর্নাটকে দু'দিনের এনার্জি ইউকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান থেকে মোদী বলেন, "ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত।"
ছবি সৌজন্যে: ANI
Follow Us
বেঙ্গালুরু: কর্নাটকের বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। উদ্বোধনের সময় মোদীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ও রাজ্যপাল ঠাওয়ার চাঁদ গেহলট। সোমবার এই এনার্জি উইকের সূচনা হল। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হবে ৮ ফেব্রুয়ারি। কর্নাটকের বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩ অনুষ্ঠানে ইন্ডিয়ান অয়েলের তৈরি সোলার কুকিং সিস্টেমের টুইন কুকটপ মডেলের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মোদী বললেন, ভারতের সভাপতিত্বে জি-২০-এর প্রথম বড় ইভেন্ট ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩’। এ দিন আর কী কী বললেন মোদী এক নজরে দেখে নিন-
ভারতের গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক বর্তমানে ২২,০০০ কিলোমিটার থেকে আগামী চার-পাঁচ বছরের মধ্যে ৩৫,০০০ কিলোমিটারে প্রসারিত হবে। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন একবিংশ শতাব্দীতে দেশকে নতুন দিশা দেখাবে: প্রধানমন্ত্রী মোদী
বিশ্বের চতুর্থ বৃহত্তম অপরিশোধিত তেল শোধন ক্ষমতা রয়েছে ভারতে। ভারত পরিশোধন ক্ষমতা ২৫০ এমএমটিপিএ থেকে বাড়িয়ে ৪৫০ এমএমপিটিএ করার জন্য কাজ করছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের নাগরিকদের আকাঙ্খা পূরণ করার জন্য এনার্জি অনেক বড় একটা বিষয়। শিল্প থেতে অফিস, কারখানা থেকে ঘর পর্যন্ত ভারতে জ্বালানি শক্তির প্রয়োজনীয়তা ও চাহিদা বেড়েই চলেছে। ভারতে যে গতিতে বিকাশ হচ্ছে তা দেখে মনে করা হচ্ছে আগামী বছরে ভারতে অনেক নতুন শহর তৈরি হবে। ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশন বলেছে, এই দশকে ভারতের জ্বালানির চাহিদা বিশ্বে সর্বাধিক হবে। আর এখানেই জ্বালানি খাতে বিনিয়োগকারীদের জন্য, স্টেকহোল্ডারদের জন্য ভারত নয়া সুযোগ নিয়ে এসেছে: মোদী
আজ গ্রামে গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ৬ লক্ষ কিলোমিটারের বেশি অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে। গত ৯ বছরে দেশে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ১৩ গুণ বেড়েছে। ইন্টারনেট সংযোগ তিনগুণেরও বেশি হয়েছে। আজ গ্রামীণ ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা শহুরে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যার থেকে বেশি গতিতে বাড়ছে। এছাড়া মোবাইল ফোন বানানোর ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে ভারত : মোদী
দেশের কোটি কোটি জনগণ দারিদ্র্য় থেকে বেরিয়ে এসে মধ্যবিত্ত শ্রেণিতে এসেছে। দেশের নাগরিকদের জীবনে একাধিক পরিবর্তন আনার জন্যই তা সম্ভব হয়েছে। আজ ভারতের কোটি কোটি নাগরিকের জীবনযাত্রার মানে পরিবর্তন এসেছে : মোদী
বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন, অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতার কারণে ভারত সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করেছে। এর পেছনে একাধিক কারণ ছিল। ১) স্থিতিশীল, নির্ণায়ক সরকার, ২) টেকসই সংস্কার এবং ৩) তৃণমূল স্তরে আর্থ-সামাজিক ক্ষমতায়ন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সম্প্রতি আইএমএফ ২০২৩ সালের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করেছে। পূর্বাভাসে বলা হয়েছে,ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হতে চলেছে। মহামারি এবং যুদ্ধের প্রভাব সত্ত্বেও ভারত ২০২২ সালে বিশ্বব্যাপী উজ্জ্বল স্থান হিসাবে রয়ে গিয়েছে: বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩-এ প্রধানমন্ত্রী মোদী
একবিংশ শতাব্দীতে বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে জ্বালানি খাতের (Energy Sector) একটি প্রধান ভূমিকা রয়েছে। কর্নাটকের বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “শক্তির নতুন সম্পদের বিকাশ এবং শক্তি রূপান্তরের ক্ষেত্রে ভারত আজ অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর।”
কর্নাটকের বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, উন্নত দেশ হওয়ার সংকল্প নিয়ে হাঁটছে ভারত। জ্বালানি ক্ষেত্রে অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে।
বেঙ্গালুরু প্রযুক্তি, প্রতিভা এবং উদ্ভাবনের শক্তিতে ভরা একটি শহর। আমার মতো আপনিও অবশ্যই এখানে তরুণ শক্তি অনুভব করছেন। ভারতের জি-২০ প্রেসিডেন্সি ক্যালেন্ডারে এটিই প্রথম বড় এনার্জি ইভেন্ট। দেশ বিদেশ থেকে আগত সকলকে এই ইন্ডিয়া এনার্জি উইক ইভেন্টে সবাইকে স্বাগত জানাই: প্রধানমন্ত্রী
আমরা সবাই তুরস্কে ধ্বংসাত্মক ভূমিকম্পের দিকে তাকিয়ে আছি। এতে বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গিয়েছে। এমনকী তুরস্কের নিকটবর্তী দেশগুলোতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতি রয়েছে: প্রধানমন্ত্রী
মোদী বলেন, “ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত।”