নয়া দিল্লি: নবরূপে উন্মোচিত হল দিল্লির প্রগতি ময়দানের ITPO কমপ্লেক্স তথা IECC (ইন্টারন্যাশনাল এক্সিবিশন-কাম-কনভেশন সেন্টার)। ভারতের সভাপতিত্বে আগামী সেপ্টেম্বরে এখানেই অনুষ্ঠিত হবে জি-২০ সামিট। তাই তার আগে নতুন রূপে সেজে উঠেছে এই কমপ্লেক্স। বুধবার সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নবরূপে উন্মোচিত এই কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ১২৩ একর জমির উপর ঝাঁ চকচকে, অত্যাধুনিক এই কমপ্লেক্সটি দেশবাসীকেই উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। তিনি এটির নাম দিয়েছেন ‘ভারত মণ্ডপম’। এটি পর্যটন প্রসারে বিশেষ সহায়তা করবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। এবারের জি-২০ সামিট বিশ্বের দরবারে ভারতকে এক বিশেষ মর্যাদায় উন্নীত করছে। তাই এদিন ITPO কমপ্লেক্সের উদ্বোধনী মঞ্চ থেকে জি-২০ স্মারক স্ট্যাম্প এবং কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পিএমও-র তরফে জানানো হয়েছে, প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্সটির পুরানো ভবনটির একেবারে খোলনলচে বদলে নয়া রূপে তুলে ধরা হয়েছে। জাতীয় প্রকল্প হিসাবেই ২৭০০ কোটি টাকা ব্য়য়ে ভবনটির উন্নয়ন করা হয়েছে। আগামী দিনে এটি বৈঠক, সম্মেলন ও প্রদর্শনীর জন্য দেশের বৃহত্তম কেন্দ্র হয়ে উঠতে চলেছে বলেও পিএমও-র বিবৃতিতে জানানো হয়েছে।
এদিন সকালে যজ্ঞ ও পুজোর মাধ্যমে ITPO কমপ্লেক্সের দ্বারোদ্ঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বিকালে মূল উদ্বোধনী অনুষ্ঠান হয়। কমপ্লেক্সটি আন্তর্জাতিক মানের করে তোলার জন্য এদিন নির্মাণকর্মীদের সংবর্ধনাও দেন প্রধানমন্ত্রী।
প্রগতি ময়দানের ITPO কমপ্লেক্সটি আন্তর্জাতিক মানের সম্মেলন বা প্রদর্শনী কেন্দ্রের থেকে কোনও অংশে কম নয়। এই কমপ্লেক্সে একসঙ্গে ৭ হাজার দর্শকের বসার আসন রয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম সিডনির অপেরা হাউসের থেকেও বৃহত্তম এটি। আয়তনের পাশাপাশি অভ্যন্তরীণ কারুকাজ এবং সৌন্দার্যায়নেও বিশ্বের সেরা কনভেনশন সেন্টারের সঙ্গে তুলনীয় ITPO কমপ্লেক্স। ফোয়ারা, ঝরনা, আলো দিয়ে যেমন কমপ্লেক্সের বাইরের অংশ সাজানো, তেমনউ ভিতরের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো চোখধাঁধানো। বিশাল লন, সিঁড়ি, প্রদর্শনী হল, কনফারেন্স হল, অ্যাম্ফিথিয়েটার, অতিথিদের বসার পৃথক স্থান রয়েছে। অ্যাম্ফিথিয়েটর হলটি ৩টি পিভিআর থিয়েটারের আকারের সমান। এখানে একসঙ্গে ৩ হাজার দর্শক বসতে পারবেন। এছাড়া সিলিংয়ের ঝারবাতি চোখধাঁধানো। বিভিন্ন তলে ওঠা-নামার জন্য রয়েছে চলন্ত সিঁড়ি। পুরো ক্যাম্পাসটিতে ৫জি ইন্টারনেট ওয়াই-ফাই রয়েছে। আবার গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা রয়েছে। সেখানে একসঙ্গে সাড়ে ৫ হাজার গাড়ি পার্কিং করা যাবে।