নয়া দিল্লি: নতুন জগৎ খুলে দিয়েছে গেমিং দুনিয়া। কেমন তাদের সেই দুনিয়া, কী হয় সেখানে-তার হালহকিকত জানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সেরা গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেমারদের অনুভূতি কেমন, তাদের কী সুবিধা-অসুবিধার সম্মুখীন হতে হয়, তা নিয়ে কথাও বললেন। শুধু আলোচনাই নয়, নিজেও গেম খেলে দেখলেন তাদের কী অনুভূতি হয় গেম খেলার সময়, তাও বোঝার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।
দেশের টপ গেমার অনিমেষ আগরবাল (8bitThug), মিথিলেশ পাটকার (MythPat), পায়েল ধারে (Payal gaming), নমন মাথুর (SoulMortal), গনেশ গঙ্গাধর (SkRossi) প্রমুখের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মধ্যে একমাত্র মহিলা গেমার ছিলেন পায়েল ধারে। দেশের প্রথম সারির এই মহিলা গেমারের উত্থান, গেমিং দুনিয়ায় মহিলাদের সুযোগ-সুবিধা এবং কী কী সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।