PM Narendra Modi: মহিলা গেমারদের কী কী সমস্যার মুখে পড়তে হয়, শুনলেন প্রধানমন্ত্রী মোদী

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 13, 2024 | 12:24 PM

PM Modi Interacts With Top Gamers: পায়েল দেশের অন্যতম প্রথম সারির মহিলা গেমার। দেশের অন্যতম প্রতিভাবান গেমার প্রথমেই জানান, মধ্য প্রদেশের ইন্দোরের কাছে চিঞ্চওয়াড়ার ছোট একটি গ্রামে বেড়ে উঠেছেন তিনি।

PM Narendra Modi: মহিলা গেমারদের কী কী সমস্যার মুখে পড়তে হয়, শুনলেন প্রধানমন্ত্রী মোদী
মহিলা গেমারদের সমস্যার কথা শুনলেন প্রধানমন্ত্রী মোদী।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি:  নতুন জগৎ খুলে দিয়েছে গেমিং দুনিয়া। কেমন তাদের সেই দুনিয়া, কী হয় সেখানে-তার হালহকিকত জানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সেরা গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেমারদের অনুভূতি কেমন, তাদের কী সুবিধা-অসুবিধার সম্মুখীন হতে হয়, তা নিয়ে কথাও বললেন। শুধু আলোচনাই নয়, নিজেও গেম খেলে দেখলেন তাদের কী অনুভূতি হয় গেম খেলার সময়, তাও বোঝার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।

দেশের টপ গেমার অনিমেষ আগরবাল (8bitThug), মিথিলেশ পাটকার (MythPat), পায়েল ধারে (Payal gaming), নমন মাথুর (SoulMortal), গনেশ গঙ্গাধর (SkRossi) প্রমুখের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মধ্যে একমাত্র মহিলা গেমার ছিলেন পায়েল ধারে। দেশের প্রথম সারির এই মহিলা গেমারের উত্থান, গেমিং দুনিয়ায় মহিলাদের সুযোগ-সুবিধা এবং কী কী সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।

 পায়েল দেশের অন্যতম প্রথম সারির মহিলা গেমার। দেশের অন্যতম প্রতিভাবান গেমার প্রথমেই জানান, মধ্য প্রদেশের ইন্দোরের কাছে চিঞ্চওয়াড়ার ছোট একটি গ্রামে বেড়ে উঠেছেন তিনি। প্রধানমন্ত্রীকে তিনি জানান, গেমিংয়ের প্রতি বরাবরই টান ছিল, কিন্তু বাড়িতে নিয়মের কড়াকড়িতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তাঁর কাছে কোনও মোবাইল ছিল না। বিভিন্ন জায়গা থেকে তিনি গেমিংয়ের বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকেন। তাঁর বন্ধুদের ভাইরা ক্যাফেতে গিয়ে গেম খেলত, সেই থেকেই প্রথম গেমিংয়ের বিষয়ে জানতে পারেন পায়েল।
গেমিংয়ে মহিলাদের ক্ষেত্রে পায়েল জানান, অভিভাবকরা যদি সমর্থন করেন সন্তানদের স্বপ্ন পূরণ করতে, তবে খুব সাহায্য হয়।
Next Article