Bangla NewsIndia PM Narendra Modi Interacts With Student in Pariksha Pe Charcha 2024, Asks Parents not to Compare Children's Success with Others
PM Narendra Modi: ‘সন্তানের সাফল্য নিয়ে তুলনা করা বন্ধ করুন’, ‘নো গ্যাজেট জ়োন’ তৈরির পরামর্শ প্রধানমন্ত্রীর
Pariksha Pe Charcha 2024: প্রধানমন্ত্রী মোদী বলেন, "শিশুদের মনে ছোটবেলা থেকেই তুলনার বিষয়টি ঢুকিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরাই সন্তানদের তুলনা করেন সহপাঠীদের সঙ্গে। আমি অভিভাবকদের অনুরোধ করছি নিজের সন্তানের সাফল্যকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না।"
পড়ুয়াদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রী মোদীর।
Image Credit source: PTI
Follow Us
নয়া দিল্লি: সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। অন্যান্য বোর্ডেরও পরীক্ষা সামনেই। জীবনের বড় পরীক্ষায় বসতে চলেছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। এই পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়া দিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে একাধিক পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পরীক্ষা পে চর্চার আপডেট-
আমি খুব ভাগ্যবান যে পড়ুয়াদের এই প্রদর্শনীতে সামিল হতেল পেরেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একাধিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বানানো নানা প্রকল্প দেখতে পেয়েছি। সমস্ত পড়ুয়া ও শিক্ষকদের আমি অভিনন্দন জানাই অসাধারণ প্রদর্শনীর আয়োজন করার জন্য এবং আমায় বোঝানোর জন্য যে নতুন প্রজন্ম কী চিন্তাভাবনা করে।
যদি মনের জোর থাকে, তাহলে যেকোনও মানসিক চাপ কাটিয়ে ওঠা সম্ভব। তাড়াহুড়ো না করে, আমাদের ধীরে ধীরে কীভাবে চাপ সামলাতে হয়, তা শেখাতে হবে। চাপ সামলানো শুধু পড়ুয়াদের কাজ নয়, শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে চাপ সামলানোকে সহজ করে তোলা।
শিশুদের মনে ছোটবেলা থেকেই তুলনার বিষয়টি ঢুকিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরাই সন্তানদের তুলনা করেন সহপাঠীদের সঙ্গে। আমি অভিভাবকদের অনুরোধ করছি নিজের সন্তানের সাফল্যকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না।
অনেক পড়ুয়ারাই শৈশব থেকে উচ্চাকাক্ষ্মী হয়। এমন বন্ধু থাকা এক প্রকার আশীর্বাদ। তবে আমাদের ওই বন্ধুর সাফল্য নিয়ে চিন্তা না করে, নিজেদের অগ্রগতি নিয়ে চিন্তাভাবনা করা উচিত। যে বিষয়ে তোমরা দুর্বল, সেখানে ওই মেধাবী বন্ধুর সাহায্য নাও বিষয়টি বোঝার জন্য। তবেই সাফল্যের পথে একসঙ্গে হাঁটতে পারবে তোমরা।
শিক্ষকদেরও পরীক্ষা নিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে শিক্ষকদের পড়ুয়াদের সঙ্গে শুরু থেকেই এমন সম্পর্ক তৈরি করতে হবে, যাতে তারা যেকোনও বিষয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য় বোধ করে। সিলেবাসের বাইরে গিয়েও এমনভাবে সম্পর্ক তৈরি করুন, যা পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ছোট ছোট ভুলগুলি শোধরাতে সাহায্য করবে। শিক্ষক ও পড়ুয়ার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকের দায়িত্ব তাঁর পড়ুয়ার জীবনকে শোধরানো ও তুলে ধরা।”
প্রধানমন্ত্রী বলেন, “শুধুমাত্র ইলেকট্রনিক্স গ্যাজেটেরই রিচার্জেরই প্রয়োজন নয়, আমাদের শরীরেরও রিচার্জের দরকার রয়েছে। যদি আপনার মোবাইলের রিচার্জের প্রয়োজন হয়, তবে শরীরও কী চার্জ দেওয়ার প্রয়োজন নেই? এর জন্য সঠিকভাবে ঘুমের প্রয়োজন।”
প্রধানমন্ত্রী বলেন, “বাড়িতে নো গ্যাজেট জ়োন থাকা উচিত। যখন পরিবারের সঙ্গে থাকবে, একসঙ্গে ডাইনিং টেবিলে বসবে, তখন মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।”