Modi’s Maan ki Baat: করোনা রুখতে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 25, 2022 | 1:17 PM

এদিন ৯৬ তম মন কি বাত করলেন প্রধানমন্ত্রী। তাই এদিন 'মন কি বাত'-এ বক্তব্যের শুরুতেই দেশবাসীকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Modis Maan ki Baat: করোনা রুখতে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

Follow Us

নয়াদিল্লি: চলতি বছরের শেষ ‘মন কি বাত’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ ডিসেম্বর, বড়দিন-এ বছরের শেষ ‘মন কি বাত’ করলেন তিনি। এদিন ৯৬ তম ‘মন কি বাত’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এদিন ‘মন কি বাত’-এ বক্তব্যের শুরুতেই দেশবাসীকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিন বক্তব্যের শুরু থেকেই ২০২২ সাল দেশ কী কী কাজ সম্পন্ন করেছে, তার খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি উৎসবের মরশুমে করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। করোনা রুখতে তিনি আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা দেন। এদিন ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য একনজরে…

  1. উৎসবের মরশুমে আনন্দ করলেও করোনা নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর।
  2. ‘মন কি বাত’-এ বলার জন্য যাঁরা বিভিন্ন মতামত দিয়েছেন, প্রশ্ন করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর।
  3. বাঁশ থেকে অনেক ভালো জিনিস তৈরি হয়। বাঁশের তৈরি সামগ্রীর একটি বড় বাজার হয়েছে মহারাষ্ট্রে। আন্তর্জাতিক বাজারেও পৌঁছেছে।
  4. দেশের কলা-সাহিত্য-সংস্কৃতি নিয়ে দেশবাসীর মধ্যে জাগরণ এসেছে।
  5. বৃক্ষ রোপণ করে গ্লোবাল ওয়ার্মিং ঠেকানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে সিকিমের থেঙ্গু গ্রামে সাঙ্গে শেরপার বৃক্ষ রোপণ সহ পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদাহরণ তুলে ধরেন তিনি। দেশের মধ্যে সিকিম স্বচ্ছতম রাজ্যের তকমা পেয়েছে।
  6. গঙ্গানদী স্বচ্ছ রাখতে ৮  বছর আগে নমামী গঙ্গা অভিযান শুরু করা হয়েছিল। রাষ্ট্রসঙ্ঘ সহ সারা বিশ্ব এই অভিযানের প্রশংসা করেছে।
  7. কালাজ্বর নিয়ে সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, দেশে কালাজ্বর নির্মূল হতে চলেছে। বর্তমানে মাত্র ৪টি জেলায় এই রোগ সীমাবদ্ধ রয়েছে। শীঘ্রই এই চারজেলা থেকে কালাজ্বর নির্মূল হবে।
  8. মুম্বইয়ের টাটা মেমোরিয়্যাল সেন্টারের ক্যানসার নিয়ে যোগা গবেষণার ভূয়সী প্রশংসা মোদীর মুখে।
  9. এবছর ভারত জি-২০-র দায়িত্বও পেয়েছে।
  10. ২০২৫-এর মধ্যে ভারতকে যক্ষ্মামুক্ত করতে হবে।
  11. ২০২২ সালে একর ভারত, শ্রেষ্ঠ ভারত- ভাবনা সম্পূর্ণ করেছে।
  12. ২০২২ সাল অমর ইতিহাস গড়েছে। এবছর ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান সফল হয়েছে। পুরো দেশ তেরঙ্গা হয়েছে। জাতীয় পতাকার সঙ্গে ৬ কোটি ভারতবাসীর সেলফি হয়েছে।
  13. কমনওয়েলথ গেমস থেকে মহিলাদের দল আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে সফলতা পেয়েছে।
  14. ২০২২ সালে ভারতের প্রথম দেশীয় এয়ারক্র্যাফ্ট আইএনএস বিক্রান্ত এসেছে।
  15. করোনা রুখতে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা প্রধানমন্ত্রীর।
  16. কোভিড যুদ্ধে বড় জয় পেয়েছে ভারত। ২০২২ সালে ২২০ কোটি ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে রেকর্ড করেছে ভারত।
  17. ২০২২ মানে আত্মনির্ভর ভারত। ভারতের স্বনির্ভরতা বিশ্বে নজর কেড়েছে।
  18. ২০২২ সাল একটা বিশেষ বছর। এবছর স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করল এবং দেশজুড়ে অমৃত মহোৎসব শুরু হল। এই দেশ সকলের সঙ্গে একযোগে কাজ করেছে।

 

Next Article