ভুটানে দ্বিতীয় দফায় ‘রুপে কার্ড’-এর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ঋদ্ধীশ দত্ত |

Nov 27, 2020 | 7:45 AM

ভুটানের ন্যাশনাল ব্যাঙ্ক দ্বারা অনুমোদিত এই কার্ড সেই দেশেও টাকা তোলার জন্য ব্যবহার করা যাবে। এবং সেখানকার ব্যাঙ্ক থেকেও গ্রাহকদের এই কার্ড দেওয়া, ফলে ভুটানের নাগরিকরাও ভারতে এসে এই রুপে কার্ড ব্যবহার করতে পারবেন

ভুটানে দ্বিতীয় দফায় রুপে কার্ড-এর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
রুপে কার্ড উদ্বোধন মোদী

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: দিল্লিতে বসেই ভার্চুয়ালি দ্বিতীয় দফায় ভুটানের (Bhutan) জন্য রুপে কার্ড (Rupay Card)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার, এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরেংও। ভুটানের ন্যাশনাল ব্যাঙ্ক দ্বারা অনুমোদিত এই কার্ড সেই দেশেও টাকা তোলার জন্য ব্যবহার করা যাবে। এবং সেখানকার ব্যাঙ্ক থেকেও গ্রাহকদের এই কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন নমো। ফলে ভুটানের নাগরিকরাও ভারতে এসে এই রুপে কার্ড ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভারতীয়দের তরফ থেকে সকল ভুটানবাসীকে ভালবাসা জানাই। আপনাদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি সর্বদাই স্পেশ্যাল। ভারত ও ভুটানের সম্পর্ক শুধু দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ এমনটা নয়। বরং গোটা বিশ্বের নিকট এক ইতিবাচক মৈত্রীর উদাহরণ।’ ভুটানকে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির জন্য মোদীকে ধন্যবাদ জানান শেরিং। ভারতের কাছে তিনি ‘কৃতজ্ঞ’ থাকবেন বলে জানান।

আরও পড়ুন: অবিলম্বে ৬২ হাজার ৬০০ কোটি টাকা মেটাতে হবে ‘সাহারাশ্রী’ সুব্রত রায়কে, নতুবা ফের টানবেন জেলেন ঘানি

রুপে কার্ড নিয়ে নমোকে বলতে শোনা যায়, ‘এই পদক্ষেপের ফলে ভারতে আগত ভুটানের পর্যটকেরা সহজে কেনাকাটার পাশাপাশি সব ধরনের লেনদেন করতে পারবে। এর মধ্যেই ভুটানে ১১ হাজারের বেশি লেনদেন রুপে কার্ডের মাধ্যমে করা হয়েছে। কোভিড না থাকলে এই সংখ্যা আরও অনেক বেশি হত। আজকের পর থেকে ভুটান ন্যাশনাল ব্যাঙ্ক দ্বারা অনুমোদিত রুপে কার্ডের ধারক ভারতে এটিএম থেকে এক লাখ টাকার বেশি এবং পয়েন্ট অব টার্মিনাল থেকে ২০ লাখ টাকার লেনদেন করতে পারবেন।’

Next Article