AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: বিশ্বকাপ নিয়ে মোদীর বাসভবনে হরমনপ্রীতরা, ফিট থাকার প্রয়োজনীয়তাও উঠে এল আলোচনায়

PM meets champions of women's world cup: দলের সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা বলেন, প্রধানমন্ত্রী তাঁদের অনুপ্রাণিত করেছেন। এবং তিনি সবার কাছে অনুপ্রেরণা। যেকোনও ক্ষেত্রে মহিলারা আজ যে উন্নতি করছে, তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিলেন স্মৃতি। বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা দীপ্তি শর্মা বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ ছিলেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, ২০১৭ সালে ভারত হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী সবাইকে কঠোর পরিশ্রম জারি রাখার জন্য অনুপ্রাণিত করেছিলেন।

PM Modi: বিশ্বকাপ নিয়ে মোদীর বাসভবনে হরমনপ্রীতরা, ফিট থাকার প্রয়োজনীয়তাও উঠে এল আলোচনায়
হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
| Updated on: Nov 05, 2025 | 10:17 PM
Share

নয়াদিল্লি: ইতিহাস গড়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ভারত প্রথমবার মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই জয়ের রেশে এখনও বুঁদ দেশবাসী। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ভারত বিশ্বকাপ জয়ের পরই হরমনপ্রীত, স্মৃতিদের অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে বিশ্বজয়ী মহিলা ক্রিকেটারদের আমন্ত্রণ জানালেন। বুধবার তাঁর বাসভবনে হরমনপ্রীত, স্মৃতিদের সঙ্গে খোশমেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে।

বিশ্বকাপে তিন ম্যাচে হারের পর হরমনপ্রীতদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে খোঁচা দিতে শুরু করেছিলেন। কিন্তু, সেসব গুরুত্ব দেননি হরমনপ্রীতরা। ঘুরে দাঁড়িয়েছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্য দলের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জেতেন জেমাইমা রদ্রিগেজ, হরমনপ্রীতরা। তারপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়। দুর্দান্ত এই প্রত্যাবর্তনের জন্য এদিন দলের সকলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

২০১৭ সালেও ভারতীয় মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। কিন্তু, কাপ জিততে পারেনি। সেকথা এদিন স্মরণ করে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “২০১৭ সালেও আমরা প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করেছিলাম। তবে সঙ্গে ট্রফি ছিল না।” প্রধানমন্ত্রীর সঙ্গে এরকমভাবে আরও দেখা করতে চান বলে তিনি মন্তব্য করেন।

দলের সহঅধিনায়ক স্মৃতি মন্ধানা বলেন, প্রধানমন্ত্রী তাঁদের অনুপ্রাণিত করেছেন। এবং তিনি সবার কাছে অনুপ্রেরণা। যেকোনও ক্ষেত্রে মহিলারা আজ যে উন্নতি করছে, তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিলেন স্মৃতি। বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা দীপ্তি শর্মা বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ ছিলেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, ২০১৭ সালে ভারত হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী সবাইকে কঠোর পরিশ্রম জারি রাখার জন্য অনুপ্রাণিত করেছিলেন। এবং নিজেদের স্বপ্নকে জিইয়ে রাখার বার্তা দিয়েছিলেন। দীপ্তি শর্মার হাতে ভগবান হনুমানের ট্যাটু রয়েছে। দীপ্তি বলেন, এটা তাঁকে শক্তি জোগায়।

ফাইনালে অমনজ্যোত কৌরের ক্যাচ নিয়েও প্রধানমন্ত্রী আলোচনা করেন। ক্রান্তি গৌড় বলেন, তাঁর ভাই প্রধানমন্ত্রী মোদীর একজন বড় ফ্যান। প্রধানমন্ত্রী মহিলা ক্রিকেটারদের বার্তা দেন, তাঁরা যেন ফিট ইন্ডিয়া মেসেজ দেশে ছড়িয়ে দেন। বিশেষ করে মেয়েদের মধ্যে। ফিট থাকার গুরুত্ব নিয়ে হরমনপ্রীত, স্মৃতিদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। নিজেদের স্কুলে গিয়ে ছোট ছোট শিক্ষার্থীদের উৎসাহ বাড়ানোর জন্যও বিশ্বকাপ জয়ী টিমের সদস্যদের বার্তা দেন মোদী।