AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harmanpreet-Smriti: বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বড় চমক হরমনপ্রীত-স্মৃতির, ট্রফি নিয়ে কী করলেন, জানেন?

মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন 'উইমেন ইন ব্লু'। এই জয়ের উন্মাদনা যখন দেশজুড়ে, তখন দলের দুই স্তম্ভ অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা বিশ্বজয়ের সুখ স্মৃতি সর্বক্ষণ মনে রাখতে আলাদা কাজ করেছেন।

Harmanpreet-Smriti: বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বড় চমক হরমনপ্রীত-স্মৃতির, ট্রফি নিয়ে কী করলেন, জানেন?
বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বড় চমক হরমনপ্রীত-স্মৃতির, ট্রফি নিয়ে কী করলেন, জানেন?Image Credit: PTI
| Updated on: Nov 05, 2025 | 2:30 PM
Share

শুধু ছেলেরাই নয়, মেয়েরাও পারে বিশ্বজয় করতে… তা প্রমাণ করেছেন ভারতের মেয়েরা। ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছে। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ‘উইমেন ইন ব্লু’। এই জয়ের উন্মাদনা যখন দেশজুড়ে, তখন দলের দুই স্তম্ভ অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) একটি করে ট্যাটু (Tattoo) করিয়েছেন।

হরমনপ্রীত ও স্মৃতির ট্যাটুতে ভারতের বিশ্বজয়ের প্রতিচ্ছবি

বিশ্বকাপের ট্রফি হাতে দলের উল্লাস এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিনন্দনের মাঝেই হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা বিশ্বকাপ ট্রফির ট্যাটু করিয়েছেন। বিশ্বজয়ী ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন একটি পোস্ট। যেখানে তিনি নিজের ডান হাতের পেশিতে এক ট্যাটু করিয়েছেন। যেখানে রয়েছে বিশ্বকাপ ট্রফি এবং ২০২৫ ও ৫২। সেই পোস্টের ক্যাপশনে হ্যারি লেখেন, ‘সারাজীবনের জন্য আমার ত্বকে ও হৃদয়ে খোদাই করা রইল। প্রথম দিন থেকে অপেক্ষা করেছি। আর এ বার প্রতিটা দিন সকালে তোমাকে দেখতে পাব।’

স্মৃতির ট্যাটু দেখা গেল কোথায়?

বিশ্বজয়ী ভারতের মেয়েরা নয়াদিল্লিতে আসার সময় টিম বাসে যখন হ্যারির ডেপুটির দিকে ক্যামেরা যায়, সেই সময় তিনি তাঁর হাত এগিয়ে দেন। যেখানে দেখা যায় বিশ্বকাপ ট্রফির ট্যাটু জ্বলজ্বল করছে। ভারতের পতাকায় মোড়ানো সেই ট্রফির নীচে রয়েছে ২০২৫ লেখা।

Smriti Mandhana Tattoo

স্মৃতি মান্ধানার হাতে বিশ্বকাপ ট্যাটু (বিসিসিআই উইমেন্স এক্স হ্যান্ডেল)

টিম ইন্ডিয়ার এই দুই ক্রিকেটারের হাতের ট্যাটু থেকে আরও একবার প্রমাণিত হল যে, বিশ্বকাপ জয় তাঁদের কাছে কত্ত বড় স্বপ্নপূরণ। তাই তো তাঁরা অঙ্গেই রাখতে চান সেই ট্রফির ছাপ!