নয়া দিল্লি: ক্ষমতায় আসার পর থেকেই ‘মেড ইন ইন্ডিয়া’-র পণ্যের উপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেশজ পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে বিশেষ তৎপর তিনি। এবার ৭৪ তম জন্মদিনেও সেই বার্তা শোনা গেল নমো-র গলায়। বিশ্বের বৃহত্তম কনভেনশন সেন্টার ‘যশোভূমি’-র উদ্বোধন করে প্রধানমন্ত্রীর বার্তা, “ফার্স্ট বি ভোকাল ফর লোকাল, দেন গো গ্লোবাল।” অর্থাৎ প্রথমে স্থানীয় পণ্য কিনুন, তারপর বিশ্ববাজারের দিকে ঝুঁকবেন। বিশ্বের দরবারে স্থানীয় পণ্য তুলে ধরার জন্য ‘যশোভূমি’ (Yashobhoomi)o বড় ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
রবিবার, নিজের ৭৪ তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার ‘যশোভূমি’-র উদ্বোধন করেন। সেই উদ্বোধনী মঞ্চ থেকেই তিনি দেশবাসীকে স্থানীয় পণ্য কেনার বার্তা দেন। সামনেই উৎসবের মরশুম। প্রত্যেকেই এই সময় নিজের ও প্রিয়জনের জন্য পোশাক থেকে কিছু না কিছু সামগ্রী কেনেন। এবার স্থানীয় পণ্য, ‘মেড ইন ইন্ডিয়া’র পণ্যসামগ্রী কেনাকাটার আবেদন জানান প্রধানমন্ত্রী। ‘মেড ইন ইন্ডিয়া’র পণ্যসামগ্রী বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীকে এগিয়ে আসতে হবে বলেও বার্তা দেন তিনি।
দেশের পণ্যকে বিশ্ববাজারে পৌঁছনোর লক্ষ্য নেওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “স্থানীয় শিল্পীদের তৈরি পণ্য কি বিশ্ববাজারে পৌঁছে দেওয়া উচিত নয়?” এটা করার জন্য আপনি প্রথমে স্থানীয় পণ্য, ‘মেড ইন ইন্ডিয়া’র পণ্য কিনুন। তিনি আরও বলেন, “গণেশ চতুর্থী, ধনতেরাস, দীপাবলি-সহ আরও অনেক উৎসব আসছে। আমি সকল দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, এই সময় স্থানীয় পণ্য কিনুন।”
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বিশ্বকর্মা যোজনা’ প্রকল্পেরও সূচনা করেন। সেই প্রসঙ্গে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আবেদন, “ছোট হোক বা বড়, বিশ্বকর্মা শিল্পীদের ট্যাগ দেওয়া পণ্য কিনুন।” শিল্পীদেরও যে কোনও সামগ্রী তৈরির জন্য জিএসি রেজিস্টার্ড দোকান ‘মেড ইন ইন্ডিয়া’-র উপকরণ কেনার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, কোভিড মহামারীর সময় থেকেই ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বিশ্বের দরবারে দেশের পণ্য-সামগ্রী-সহ দেশের ঐতিহ্য-সংস্কৃতি ও দেশীয় শিল্পীদের শিল্পকলা তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেন তিনি। শাড়ি থেকে শুরু করে হস্তশিল্পের বিভিন্ন সামগ্রীর মধ্য দিয়ে যে কোনও অঞ্চলের ঐতিহ্য-সংস্কৃতি প্রকাশ পায়। তাই জি-২০ সামিট মঞ্চেও দেশের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য তুলে ধরতে এক প্রদর্শনীশালার আয়োজন করেন প্রধানমন্ত্রী। যেখানে প্রসিদ্ধ কাঞ্জিভরম শাড়ি থেকে কাশ্মীরের কাঠের সামগ্রী, জয়পুরের পাথরের শিল্পকলা তুলে ধরা হয়। সেগুলি যে বিভিন্ন রাষ্ট্রনেতা থেকে বিদেশি অতিথিদের চোখে বিশেষভাবে ধরা পড়েছে, তা জাপানের ফার্স্ট লেডির কাঞ্জিভরম শাড়ি পরে জি-২০-র ডিনার পার্টিতে আসা থেকেই স্পষ্ট।