সাংসদদের অনুপস্থিতিতে বিরক্ত প্রধানমন্ত্রী, চেয়ে পাঠালেন নামের তালিকা: সূত্র

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 10, 2021 | 8:19 PM

PM Narendra Modi: সোমবার বিল পাশের সময় দলীয় সাংসদদের অনুপস্থিতি কিছুটা অস্বস্তি বাড়ায় কেন্দ্রের।

সাংসদদের অনুপস্থিতিতে বিরক্ত প্রধানমন্ত্রী, চেয়ে পাঠালেন নামের তালিকা: সূত্র
ছবি টুইটার

Follow Us

নয়া দিল্লি: দলীয় সাংসদদের রাজ্যসভায় গরহাজিরা নিয়ে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, কারা কারা সংসদ অধিবেশনে হাজির হননি সেই বিজেপি সাংসদদের নামের তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী। বোঝাই যাচ্ছে, দলীয় সাংসদদের সংসদে উপস্থিতির উপর জোর দিচ্ছেন তিনি।

সূত্রের খবর, মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দেন, নিয়ম ও সময় মেনে সংসদের অধিবেশনে সমস্ত বিজেপি সাংসদের উপস্থিতি বাধ্যতামূলক। যে সমস্ত সাংসদ গত কয়েকদিনে বিল পাশের সময় উপস্থিত ছিলেন না তাঁদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, সোমবার বিল পাশের সময় দলীয় সাংসদদের অনুপস্থিতি কিছুটা অস্বস্তি বাড়ায় কেন্দ্রের। এদিন রাজ্যসভাতে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক উপস্থিত ছিলেন না। মঙ্গলবারের বৈঠকে এ বিষয়ের উত্থাপন করা হয় বলেও খবর।

সোমবার একটি নোটিস দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ‘রাজ্যসভার সব বিজেপি সাংসদকে জানানো হচ্ছে, মঙ্গলবার রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তাই মঙ্গলবার ও বুধবার রাজ্যসভার সব বিজেপি সাংসদকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। সরকারকে সমর্থন করার জন্য উপস্থিত থাকতে হবে সাংসদদের।’

এদিনের বৈঠকে মূলত আলোচনার বিষয় ছিল টোকিও অলিম্পিক্স। মন্ত্রী অনুরাগ ঠাকুর এর উপর একটি ‘প্রেজেন্টেশন’ও দেন। সাত মেডেল বিজয়ীকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান সকলে। প্রধানমন্ত্রী সাংসদদের জানিয়েছেন, নিজ নিজ এলাকায় খেলাধূলা নিয়ে যেন আরও বেশি করে সকলকে উজ্জীবিত করেন তাঁরা। বিশেষ করে গ্রামীণ মেধাকে আরও বেশি করে তুলে আনার কথা বলেন তিনি। আরও পড়ুন: ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর জম্মু কাশ্মীরে কতজন জমি কিনেছে, জবাব দিল কেন্দ্র

 

Next Article