PM Narendra Modi: বরফাবৃত আদি কৈলাসের সৌন্দর্যে মোহিত মোদী ধ্যান করলেন পার্বতীকুণ্ডে 

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 14, 2023 | 4:19 PM

মন্দির পরিদর্শন, পুজো দেওয়ার পাশাপাশি পিথোরাগড় জেলার গুঞ্জি গ্রামে গিয়েছিলেন মোদী। সেখানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ওই গ্রামে গিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গেও আলাপচারিতা সেরেছেন মোদী। এর পাশাপাশি আইটিবিপি এহং বিআরও জওয়ানদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। এর পর পিথোরাগড় জেলায় একটি জনসভায় যোগ দিয়েছেন।

PM Narendra Modi: বরফাবৃত আদি কৈলাসের সৌন্দর্যে মোহিত মোদী ধ্যান করলেন পার্বতীকুণ্ডে 
গৌরিকুণ্ডে মোদীর ধ্যান

Follow Us

পিথোরাগড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহস্পতিবার গিয়েছেন উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায়। সেখানে গিয়ে তিনি পুজো দিয়েছেন পার্বতীকুণ্ডে। আদি কৈলাস পর্বতের কাছে পার্বতী কুণ্ডে পুজো দেওয়ার ছবি ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন মোদী। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে পুজো সারলেন মোদী। সেখানে মোদীর পোশাকও নজর কেড়েছে। এই আদি কৈলাস পর্বত শিবের সঙ্গে জড়িত পরিচিত ভারতীয় পুরাণে। এই পার্বতীকুণ্ডে দেবী পার্বতী স্নান করতেন বলেও কথিত রয়েছে। সেখানে গিয়েই পুজো দিয়ে মহাদেবের উপাসনা সারলেন প্রধানমন্ত্রী। পার্বতীকুণ্ডের সামনে বসে ধ্যান করতেও দেখা গিয়েছে মোদীকে।

 

আদি কৈলাস পর্বত দর্শন করে মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় পবিত্র পার্বতী কুণ্ড দর্শন করে আমি মোহিত। এখান থেকে আদি কৈলাস পর্বতের দর্শন পেয়ে খুব আনন্দিত। প্রকৃতির কোলে এই জায়গা থেকেই আধ্যাত্মিকতার বিকাশ হয়।” পার্বতী কুণ্ডে গিয়ে পুজো দেওয়ার সময় মোদীকে শঙ্খ, ডমরু বাজাতে দেখা গিয়েছে। এই পুজো দেওয়ার বিষয়ে মোদী গাইড করেছেন স্থানীয় দুই পুরোহিত। এর পর কিলোমিটার ১৫ দূরে জগেশ্বর ধাম মন্দিরও পরিদর্শন করেছেন তিনি।

 

মন্দির পরিদর্শন, পুজো দেওয়ার পাশাপাশি পিথোরাগড় জেলার গুঞ্জি গ্রামে গিয়েছিলেন মোদী। সেখানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ওই গ্রামে গিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গেও আলাপচারিতা সেরেছেন মোদী। এর পাশাপাশি আইটিবিপি এহং বিআরও জওয়ানদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। এর পর পিথোরাগড় জেলায় একটি জনসভায় যোগ দিয়েছেন। সেই জনসভা থেকেই উত্তরাখণ্ডের উন্নয়নের জন্য ৪২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি।

 

Next Article