PM Narendra Modi: শ্রীনাথজি মন্দিরে নতজানু হয়ে প্রণাম প্রধানমন্ত্রী মোদীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 10, 2023 | 2:49 PM

Narendra Modi: শ্রীনাথজি মন্দির থেকে বেরোনোর পর রাজসামান্দ জেলায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই রাজ্যের উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটিরও বেশি টাকার কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

PM Narendra Modi: শ্রীনাথজি মন্দিরে নতজানু হয়ে প্রণাম প্রধানমন্ত্রী মোদীর
শ্রীনাথজি মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Follow Us

রাজসামান্দ: রাজস্থানে সরকারি অনুষ্ঠানে গিয়ে শ্রীনাথজি মন্দির (Srinathji Temple) দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার সকালে রাজস্থানের (Rajasthan) রাজসামান্দ জেলার নাথওয়াড়ায় শ্রীনাথজি মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেই মন্দিরে গিয়ে নতজানু হয়ে, করজোড়ে প্রণাম করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। আবার মন্দিরে যাওয়ার পথে তাঁর কনভয়ের উপর পুষ্পবৃষ্টি হয়। ‘মোদী’-‘মোদী’ (Modi-Modi) শ্লোগানে ভরে ওঠে গোটা রাস্তা। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে রাস্তার দু-পাশে দাঁড়িয়ে ছিল অগণিত জনগণ। তাঁরাই প্রধানমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ফুল ছোড়েন। সেই মুহূর্তের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার দু-পাশে উপস্থিত অগণিত জনগণ, মোদী মোদী শ্লোগান, পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এগিয়ে চলেছে। তারপর তিনি শ্রীনাথজি মন্দিরে যান এবং সেখানে বিগ্রহের সামনে দাঁড়িয়ে একেবারে নতজানু হয়ে, করজোড়ে প্রণাম জানান। তারপর মন্দিরের গেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে প্রণামী বাক্সে প্রণামীও দেন। এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে মন্দির থেকে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী মোদী। মন্দির থেকে বেরোনোর সময় সেখানে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে হাতও নাড়েন প্রধানমন্ত্রী।

এদিন শ্রীনাথজি মন্দির থেকে বেরোনোর পর রাজসামান্দ জেলায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই রাজ্যের উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটিরও বেশি টাকার কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। যার মধ্যে রয়েছে, রাজসামান্দ এবং উদয়পুর জেলার জন্য দুই লাইন রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন। আবার ৪৮ নম্বর জাতীয় সড়কের উদয়পুর থেকে শামলাজি এলাকায় ১১৪ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি ৬ লাইন এবং বিলারা-যোধপুর এলাকায় ২৫ নম্বর জাতীয় সড়কটি ৪ লাইন বিশিষ্ট করার প্রকল্পের উদ্বোধন করেন মোদী। এই রাস্তাগুলি চওড়া হলে পণ্যবাহী গাড়ি যাতায়াতে সুবিধা হবে এবং জেলার আর্থ-সামাজিক উন্নতি হবে বলে PMO সূত্রে খবর। এদিন উদয়পুর রেলস্টেশনের পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পর এদিন ব্রহ্মা কুমারীর শান্তিনিবাস কমপ্লেক্স পরিভ্রমণেও যাবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়া আবু রোড এলাকায় ৫০ একর জায়গা জুড়ে মাল্টি সুবিধার একটি চ্যারিটেবল হাসপাতালেরও শিলান্যাস করবেন তিনি। মূলত, দরিদ্র এবং আদিবাসীদের চিকিৎসা পরিষেবা দিতেই এই হাসপাতালটি নির্মাণ করতে উদ্যত প্রধানমন্ত্রী।

Next Article