Al-Issa meets Modi: মোদীর সঙ্গে বৈঠক, ভারতকে দরাজ সার্টিফিকেট মুসলিম ওয়ার্ল্ড লিগ নেতা আল-ইসার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 11, 2023 | 11:20 PM

Al-Issa meets Modi: পাঁচ দিন ভারতে থাকবেন আল-ইসা। টুইট করে মুসলিম ওয়ার্ল্ড লিগ জানিয়েছে, সফরে তিনি বিভিন্ন ভারতীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর শুরুটা হল প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে।

Al-Issa meets Modi: মোদীর সঙ্গে বৈঠক, ভারতকে দরাজ সার্টিফিকেট  মুসলিম ওয়ার্ল্ড লিগ নেতা আল-ইসার
আল-ইসার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সোমবারই ভারত সফরে এসেছেন ‘মুসলিম ওয়ার্ল্ড লিগ’ সংগঠনের সেক্রেটারি জেনারেল মহম্মদ বিন আব্দুল করিম আল-ইসা। মঙ্গলবার (১১ জুলাই) সকালে, নয়া দিল্লিতে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে, জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ। আলোচনার অন্যতম বিষয় ছিল ভারতীয় সংবিধান। সংবিধানের নীতিগুলির মধ্যে কীভাবে ভারতীয় বৈচিত্র্যকে স্থান দেওয়া হয়েছে, আল-ইসার সামনে তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, পাঁচ দিন ভারতে থাকবেন আল-ইসা। টুইট করে মুসলিম ওয়ার্ল্ড লিগ জানিয়েছে, সফরে তিনি বিভিন্ন ভারতীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর শুরুটা হল প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে।

মুসলিম ওয়ার্ল্ড লিগ মুসলমানদের এক আন্তর্জাতিক সংস্থা। সৌদি আরবে এর সদর দফতর। আল-ইসা এই সংগঠনের বর্তমান সেক্রেটারি জেনারেল। এর আগে তিনি সৌদি আরবের বিচারমন্ত্রী পদে ছিলেন। এদিন তাঁর আগমন উপলক্ষে, নয়া দিল্লির ‘ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারে’ এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘খুসরো ফাউন্ডেশন’। সেই অনুষ্ঠানে বক্তৃতা দেন আল-ইসা। বক্তৃতায় তিনি ভারতকে, ‘বৈচিত্রের সহাবস্থানের এক দুর্দান্ত মডেল’ বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, এই দেশ গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি জানান, ভারতীয় সমাজের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে বিগত বেশ কয়েকদিন ধরে তিনি কথা বলেছেন। আল ইসা বলেন, “দেশের সংবিধান নিয়ে ভারতীয় মুসলিমরা গর্বিত। ভারতীয় হিসেবে তাঁরা গর্বিত। ভারতীয় সমাজের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সৌভ্রাতৃত্বের সম্পর্কের জন্য তাঁরা গর্বিত।”


‘ভারতীয় জ্ঞানের’ও প্রভূত প্রশংসা করেছেন এই মুসলিম নেতা। তিনি জানান, ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা তিনি অনেক শুনেছেন। বিভিন্ন উপায়ে এবং বৈচিত্রময় পথে হাঁটলেও, প্রত্যেকের লক্ষ্য অভিন্ন। তিনি বলেন, “ভারতীয় জ্ঞান সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি। আমরা জানি, সমগ্র মানবজাতিকে এই জ্ঞানের অনেক কিছু দিয়েছে। আমরা জানি, শান্তিপূর্ণ সহাবস্থান ভারতীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরাও চেষ্টা করি যাতে গোটা বিশ্বে স্থিতি বজায় থাকে, সম্প্রীতির প্রসার ঘটে। আমাদের মতে, সমস্ত বৈচিত্র নিয়ে ভারতীয় সমাজ শান্তিপূর্ণ সহাবস্থানের এক দুর্দান্ত মডেল। এটা নিছক কথার কথা নয়। বাস্তবেও এর প্রমাণ রয়েছে।”

Next Article