PM Narendra Modi in Bhutan: পারো থেকে থিম্পু অবধি মানব-প্রাচীর, গারবা, পড়শি দেশে অবিস্মরণীয় অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদীর

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 22, 2024 | 1:35 PM

PM Narendra Modi in Bhutan: এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হবে। এই সফরে প্রধানমন্ত্রী মোদী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ছাড়াও ভুটানের রাজা জিগমে খেশর নামগেল ওয়াংচুক ও ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের সঙ্গেও সাক্ষাৎ ও বৈঠক করবেন।

PM Narendra Modi in Bhutan: পারো থেকে থিম্পু অবধি মানব-প্রাচীর, গারবা, পড়শি দেশে অবিস্মরণীয় অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদীর
ভুটানে প্রধানমন্ত্রী মোদী।
Image Credit source: PTI

Follow Us

থিম্পু: যেখানেই যান, সেখানেই জনগণের মন জিতে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী মোদীর মন কাড়ল কে জানেন? প্রতিবেশী দেশ ভুটানের জনগণ। দুইদিনের ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পারো বিমানবন্দরে পৌছতেই উষ্ণ অভ্যর্থনা পান তিনি। প্রধানমন্ত্রী মোদীকে জড়িয়ে ধরেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পারো থেকে থিম্পু অবধি ৪৫ কিলোমিটার অবধি রাস্তায় মানব-প্রাচীর তৈরি করা হয়েছিল।

প্রধানমন্ত্রী মোদী কোথাও সফরে গেলে, রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতে এবং হাত নাড়তে দেখা যায় সাধারণ মানুষকে। এই দৃশ্য খুবই চেনা। কিন্তু ৪৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে মানুষের ভিড় হয়তো আগে কখনও দেখা যায়নি। যেন থিম্পু ও পারোর সমস্ত মানুষই রাস্তায় নেমে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের দেশে স্বাগত জানাতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের জন্য এ দিন ভুটানের সমস্ত স্কুলও ছুটি দিয়ে দেওয়া হয়। জিগমে লসেল প্রাইমারি স্কুলের পড়ুয়ারা রাস্তায় ভারত ও ভুটানের পতাকা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য গুজরাটি নৃত্য গারবাও পরিবেশন করেন ভুটানের যুবতীরা।

প্রসঙ্গত, এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হবে। এই সফরে প্রধানমন্ত্রী মোদী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ছাড়াও ভুটানের রাজা জিগমে খেশর নামগেল ওয়াংচুক ও ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের সঙ্গেও সাক্ষাৎ ও বৈঠক করবেন।

২০১৯ সালে শেষবার ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ে ভারত-ভুটানের মধ্যে একাধিক আর্থিক ও উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়েছিল। গত বছরের নভেম্বর মাসেই ভারত সফরে এসেছিলেন ভুটানের রাজা। চলতি মার্চ মাসেই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও এসেছিলেন ভারতে।

Next Article