PM Modi: ট্রাম্পের নৈশভোজের আমন্ত্রণ কেন রাখতে পারেননি? খোলসা করলেন মোদী
PM Modi: চলতি সপ্তাহের শুরুতে জি৭ সম্মেলনে যোগ দিতে কানাডা গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেইসময় ট্রাম্পের সঙ্গে ফোনে তাঁর ৩৫ মিনিট কথা হয়। এদিন ভুবনেশ্বরের সভা থেকে মোদী বলেন, "দিন দুয়েক আগে জি৭ সম্মেলনের জন্য আমি কানাডায় ছিলাম। আমি সেখানে থাকাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমায় ফোন করেছিলেন।"

ভুবনেশ্বর: কানাডা সফরের সময় তাঁকে নৈশভোজে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, বিনীতভাবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন তিনি। তার কারণ জগন্নাথদেবের ভূমিতে তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি। শুক্রবার ভুবনেশ্বরে এক সভা থেকে একথা জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চলতি সপ্তাহের শুরুতে জি৭ সম্মেলনে যোগ দিতে কানাডা গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেইসময় ট্রাম্পের সঙ্গে ফোনে তাঁর ৩৫ মিনিট কথা হয়। এদিন ভুবনেশ্বরের সভা থেকে মোদী বলেন, “দিন দুয়েক আগে জি৭ সম্মেলনের জন্য আমি কানাডায় ছিলাম। আমি সেখানে থাকাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমায় ফোন করেছিলেন। তিনি আমায় বলেছিলেন, আপনি যখন কানাডায় রয়েছেন, ওয়াশিংটন হয়ে আসুন। আমরা একসঙ্গে নৈশভোজ করি এবং বৈঠক করি।”
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফা থেকেই ট্রাম্প মোদীকে তাঁর বন্ধু বলে সম্বোধন করে আসছেন। প্রধানমন্ত্রী যাতে ওয়াশিংটন যাতে, তা নিয়ে কার্যত জেদ ধরেছিলেন ট্রাম্প। কিন্তু, বিনীতভাবে সেই অনুরোধ তিনি প্রত্যাখ্যান করেন বলে জানান মোদী। বলেন, “আমি আমেরিকার প্রেসিডেন্টকে বলি, আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। কিন্তু, মহাপ্রভুর ভূমিতে (ওড়িশা) যাওয়া আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।” জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “মহাপ্রভুর জন্য আপনাদের ভালবাসা ও ভক্তি আমাকে এই ভূমিতে নিয়ে এসেছে।”
ওড়িশায় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তিতে এদিন সভা করেন মোদী। সেই সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রী বলেন, “বছরের পর বছর উপজাতি সম্প্রদায়ের কোনও উন্নতি করেনি কংগ্রেস সরকার। উপজাতি সম্প্রদায়কে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবেই দেখেছে।” ওড়িশায় ক্ষমতায় এসেই সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি বিজেপি পূরণ করেছে বলে তিনি মন্তব্য করেন। মোদী বলেন, “জগন্নাথ মন্দিরের চারটি গেটের দাবি ও রত্ন ভাণ্ডার খোলার দাবি পূরণ করা হয়েছে। এই বর্ষপূর্তি শুধু সরকারের নয়। এটা সুশাসনের বর্ষপূর্তি।”





