Modi in Dubai: বিশ্বে এখন টেক-স্যাভি, স্বচ্ছ সরকারের প্রয়োজন: প্রধানমন্ত্রী মোদী

Feb 14, 2024 | 3:58 PM

দুবাইয়ের ওই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “এক দিকে বিশ্ব আধুনিকতাকে গ্রহণ করেছে। অপর দিকে গত শতাব্দীর উদ্ভূত সমস্যাগুলি ক্রমাগত বৃদ্ধি পাবে। যেমন নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, জলের নিরাপত্তা, শক্তির নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা। প্রত্যেক সরকার এই সব নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকের কাছে দায়বদ্ধ।”

Modi in Dubai: বিশ্বে এখন টেক-স্যাভি, স্বচ্ছ সরকারের প্রয়োজন: প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit source: AFP

Follow Us

দুবাই: দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় উঠে এল স্বচ্ছ এবং পরিচ্ছন্ন সরকারি ব্যবস্থার প্রসঙ্গ। বিশ্ব জুড়ে উদ্ভূত সমস্যার মোকাবিলায় এই ধরনের সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মোদী। সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের নেতৃত্বের দূরদর্শিতার প্রশংসাও করেছেন মোদী। স্বচ্ছ সরকারি ব্যবস্থা নিয়ে মোদী বলেছেন, “এখন বিশ্বের দরকার স্মার্ট সরকার। যে সরকার প্রযুক্তিকে সরকারের মাধ্যম বানাবে। এবং তা হবে স্বচ্ছ। দুর্নীতিপরায়ণ নয়।”

দুবাইয়ের ওই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “এক দিকে বিশ্ব আধুনিকতাকে গ্রহণ করেছে। অপর দিকে গত শতাব্দীর উদ্ভূত সমস্যাগুলি ক্রমাগত বৃদ্ধি পাবে। যেমন নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, জলের নিরাপত্তা, শক্তির নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা। প্রত্যেক সরকার এই সব নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকের কাছে দায়বদ্ধ।”

২০১৫ সাল থেকে এ নিয়ে মোট সাত বার সংযুক্ত আরব আমিরশাহিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার দুদিনের সফরে গিয়েছেন তিনি। এই সফরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ হতে পারে মোদীর। এ বারের সফরে আবুধাবির প্রথম হিন্দু মন্দিরের সূচনা অনুষ্ঠানেও থাকবেন প্রধানমন্ত্রী। গত কয়েক বছরে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এ সব যে মোদীর নেতৃত্বাধীন সরকারের সফল বিদেশনীতির ফসল তা বলার অপেক্ষা রাখে না।

Next Article