বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী হিসাবে দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ (Digital India) গড়ে তোলার প্রয়াস শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৯ বছরে তাঁর সেই প্রয়াস অনেকাংশে সফল হয়েছে এবং দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষ প্রযুক্তির সঙ্গে সংযুক্ত বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জি-২০ ডিজিটাল ইকোনমি মন্ত্রিসভার বৈঠকে পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন, “বর্তমানে ভারতের ৮৫ কোটি বাসিন্দা ইন্টারনেট ব্যবহার করেন এবং বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তায় ডেটা পান তাঁরা।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “প্রযুক্তি প্রশাসনিক ব্যবস্থাকে আরও বেশি দক্ষ, অন্তর্ভুক্তিমূলক, দ্রুতগামী এবং স্বচ্ছ করে তুলেছে।”
এদিন বেঙ্গালুরুতে জি-২০ ডিজিটাল ইকোনমি মন্ত্রিসভার দু-দিন ব্যাপী বৈঠকের শেষ দিন ছিল। এদিনের বৈঠকে ভিডিয়ো কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কীভাবে ২০১৫ সাল থেকে গত ৯ বছরে ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন, সেটা এদিনের বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “২০১৫ সালে ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার উদ্যোগ আমরা শুরু করেছি। এটি দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি আমাদের অন্তর্ভুক্তির চেতনা দ্বারা অনুপ্রাণিত, কেউ পিছনে পড়ে থাকবে না। এই রূপান্তকরণের মান, গতি এবং সুযোগ কল্পনার বাইরে।” এপ্রসঙ্গে কোভিডকালে ভ্যাকসিনেশন প্রক্রিয়ার সরলীকরণ করতে কো-উইন পোর্টালের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ডিজিটালি প্রমাণিত সার্টিফিকেট-সহ ২০০ কোটির বেশি ভ্যাকসিন ডোজ দিতে সাহায্য করেছে কো-উইন পোর্টাল।
এছাড়া পরিচয়পত্র, জন-ধন অ্যাকাউন্ট-সহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালের ব্যবহার সুবিধা ও স্বচ্ছতা এনে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমাদের ইউনিক ডিজিটাল আইডেন্টিটি প্ল্যাটফর্ম, আধার ১৩০ কোটির বেশি ভারতীয়কে সংযুক্ত করেছে। জন-ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ডিজিটালের ব্যবহারের মাধ্যমে আধার ও মোবাইল নম্বর সংযুক্তিকরণ ভারতে অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব এনেছে বলে জানান প্রধানমন্ত্রী। আর এর ফলে ইউপিআই সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে প্রায় হাজার কোটি জনগণের অ্যাকাউন্টে পড়ে যায়, বিশ্বব্যাপী ৪৫ শতাংশের বেশি পেমেন্ট ভারতে হয় বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থনৈতিক ক্ষেত্রে ডিজিটালাইজেশন ক্ষুদ্র ব্যবসায়ীদেরও সাহায্য করবে এবং সর্বোপরি দেশের আর্থিক বৃদ্ধি ও স্থিতাবস্থার সহায়ক হবে বলে আশাবাদী তিনি।
এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স)-এর প্রসঙ্গও উঠে আসে। এআই-এর উন্নীতকরণে ভাসিনী প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআই ডিজিটালি দেশের সমস্ত ভাষার অনুবাদে বিশেষ সাহায্য করবে বলেও জানান তিনি।