Narendra Modi: দেশের জনতা পারেনি, ED বিরোধীদের একজোট করে দেখিয়েছে: মোদী

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 08, 2023 | 5:44 PM

Narendra Modi in Lok Sabha: প্রধানমন্ত্রীর বক্তব্য, বিরোধী দলগুলির উচিত সেই কারণে ইডিকে ধন্যবাদ দেওয়া। বললেন, 'যে কাজ দেশের ভোটাররা করতে পারেননি, তা ইডি করে দেখিয়েছে।'

Narendra Modi: দেশের জনতা পারেনি, ED বিরোধীদের একজোট করে দেখিয়েছে: মোদী
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্য - সংসদ টিভি)

Follow Us

নয়া দিল্লি: সংসদের বাজেট অধিবেশনে (Parliament Budget Session) বুধবার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, কীভাবে বিরোধী দলগুলি তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হচ্ছে। বললেন, ‘এখন দুর্নীতির তদন্ত হচ্ছে। আর তদন্তকারী সংস্থাকে গালি দেওয়া হচ্ছে। সংসদে তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে। আমি দেখেছি, বিরোধীদের অনেকেই এতে সুরে সুর মেলাচ্ছে।’ প্রধানমন্ত্রী লোকসভায় হালকা মেজাজে বলেন, তিনি ভাবতেন দেশের সাধারণ মানুষ এবং নির্বাচনী ফলাফল বিরোধী দলগুলিকে নিশ্চয়ই একমঞ্চে নিয়ে আসবে। কিন্তু তা হয়নি। বরং, ইডি (Enforcement Directorate) বিরোধী দলগুলিকে একজোট করে দিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য, বিরোধী দলগুলির উচিত সেই কারণে ইডিকে ধন্যবাদ দেওয়া। বললেন, ‘যে কাজ দেশের ভোটাররা করতে পারেননি, তা ইডি করে দেখিয়েছে।’

শুধু ইডিকেই নয়, এমনকী দেশের সেনা এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থা নিয়েও যেভাবে বিরোধীরা সমালোচনা করছে, তাতেও আপত্তি রয়েছে প্রধানমন্ত্রীর। বললেন, ‘যখন সেনা দেশকে গর্বিত করছে, তখন সেনার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। যখন দেশের আর্থিক উন্নতি নিয়ে গোটা বিশ্বে চর্চা হচ্ছে, তখন আরবিআইকে গালি দেওয়া হচ্ছে।’ বিগত ৯ বছর ধরে সংসদে গঠনমূলক সমালোচনার বদলে সবকিছুতেই কেবল সমালোচনা করার জন্য সমালোচনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে কংগ্রেসের বেহাল দশার কথাও। অতীতে করোনা পরিস্থিতির সময়ে দেশের অবস্থা নিয়ে হাভার্ডে কেস স্টাডি হবে বলে যে সমালোচনার রব তুলেছিল, সেই নিয়েও খোঁচা দিলেন মোদী। বললেন, ‘অতীতে হাভার্ডে একটি গবেষণা হয়েছিল – দ্য রাইজ় অ্যান্ড ডিক্লাইন অব ইন্ডিয়ান কংগ্রেস পার্টি। আমি বিশ্বাস করি ভবিষ্যতে কংগ্রেসের ধ্বংস নিয়ে শুধু হাভার্ড নয়, সব বিশ্ববিদ্যালয়েই গবেষণা হবে। আর যাঁরা কংগ্রেসকে ডোবাবেন, তাঁদের নিয়েও গবেষণা হবে।’

Next Article