Mann ki Baat 100th Episode: ‘বিদেশে ঘুরতে যাওয়ার আগে দেশ চিনতে হবে’, পর্যটনস্থলের পরিচ্ছন্নতায় জোর ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 30, 2023 | 12:38 PM

Mann ki Baat 100th Episode Live: মন কি বাতের ১০০ তম পর্ব সম্প্রচার শুরু হওয়ার আগে আবেগঘন হয়ে পড়লেন প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইট করে বলেন, "সকলে সকাল ১১টায় মন কি বাত অনুষ্ঠান শুনবেন। এটা সত্যিই একটা বিশেষ যাত্রা ছিল। আমরা এই অনুষ্ঠানে ভারতের জনগণের সম্মিলিত চেতনা উদযাপন করেছি।"

Mann ki Baat 100th Episode: বিদেশে ঘুরতে যাওয়ার আগে দেশ চিনতে হবে, পর্যটনস্থলের পরিচ্ছন্নতায় জোর মন কি বাত-এর ১০০ তম পর্বে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-র শততম পর্ব। দেশবাসীরা উদগ্রীব হয়ে রয়েছেন এই অনুষ্ঠান শোনার জন্য। শুধুমাত্র দেশবাসীরাই নন, রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত অনুষ্ঠান। মন কি বাতের ১০০ তম পর্ব সম্প্রচার শুরু হওয়ার আগে আবেগঘন হয়ে পড়লেন প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইট করে বলেন, “সকলে সকাল ১১টায় মন কি বাত অনুষ্ঠান শুনবেন। এটা সত্যিই একটা বিশেষ যাত্রা ছিল। আমরা এই অনুষ্ঠানে ভারতের জনগণের সম্মিলিত চেতনা উদযাপন করেছি এবং অনুপ্রেরণামূলক জীবনযাত্রাকে তুলে ধরেছি”। ২০১৪ সালের ৩ অক্টোবর থেকে মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়। প্রতি মাসের শেষ রবিবার এই অনুষ্ঠান সম্প্রচার হয়। অল ইন্ডিয়া রেডিয়ো ও দূরদর্শনে ৩০ মিনিটের এই অনুষ্ঠান সম্প্রচার হয়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Apr 2023 11:50 AM (IST)

    দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। আগামী  মাসে ‘মন কি বাত’ অনুষ্ঠানে ফের উপস্থিত হবেন বলে জানিয়েছেন। এই সময়কালে দেশবাসীকে সাবধানে থাকতে বলার পাশাপাশি সুস্বাস্থ্য থাকার পরামর্শও দিয়েছেন।

  • 30 Apr 2023 11:48 AM (IST)

    দেশের কৃতিদের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

    ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সমাজের উন্নতিতে অবদান রাখার জন্য তাঁদের কাজকে উৎসাহিত করেছেন। সেই সব কাজের গুরুত্ব দেশবাসীর কাছ তুলে ধরেছেন।


  • 30 Apr 2023 11:45 AM (IST)

    দেশ জুড়ে ‘মন কি বাত’ উৎসবে সামিল নেতা-মন্ত্রী থেকে সাধারণ মানুষ

    দেশের বিভিন্ন প্রান্তে আজ ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনতে জড়ো হয়েছিলেন দেশবাসীরা। বিহারের রাজভবনে এই অনুষ্ঠান প্রচারের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী জিতেন্দ্র সিং, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, জেপি নাড্ডা সহ বিজেপির নেতা-মন্ত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে অনুগামীদের সঙ্গে নিয়ে শুনেছেন ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বে।

  • 30 Apr 2023 11:37 AM (IST)

    বিদেশে ঘুরতে যাওয়ার আগে দেশ ঘুরতে হবে: মোদী

    ‘মন কি বাত’ অনুষ্ঠানে পর্যটন শিল্পের অগ্রগতির কথা বলেছেন মোদী। জোর দিয়েছেন পর্যটনস্থলের পরিচ্ছন্নতার বিষয়ে। অনেকেই দেশের বিভিন্ন পর্যটনস্থল না ঘুরেই অনেক খরচা করে বিদেশে ঘুরতে যান। এ ব্যাপারে মোদী বলেছেন, “বিদেশে ঘুরতে যাওয়ার আগে দেশ ঘুরে দেখুন। বিদেশে ঘুরতে যাওয়ার আগে দেশের অন্তত ১৫টি পর্যটনস্থলে যেতে হবে। সে গুলি হতে হবে নিজের বাইরের রাজ্যে।”

  • 30 Apr 2023 11:30 AM (IST)

    ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানে হরিয়ানার লিঙ্গ অনুপাতে উন্নতি ঘটিয়েছে

    ‘বেটি বাঁচাও বেটি পড়াও’অভিযান হরিয়ানার লিঙ্গ অনুপাতের উন্নতি ঘটিয়েছে। হরিয়ানা থেকেই এই অভিযান শুরুর কথা স্মরণ করালেন প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এ সংক্রান্ত প্রচার মানুষের মনে কন্যা সন্তান নিয়ে সচেতনতা গড়ে তুলেছে বলে দাবি প্রধানমন্ত্রীর।

  • 30 Apr 2023 11:28 AM (IST)

    ১০০ তম পর্বে বিদেশি সঙ্গে কথা মোদীর

    ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০তম পর্ব সম্প্রচারিত হচ্ছে রাষ্ট্রপুঞ্জেও। এই পর্বে বিদেশিদের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে মোদীকে। রাষ্ট্রপুঞ্জের আধিকারিকদের সঙ্গেও কথা বললেন মোদী। ভারতের শিক্ষা-সংস্কৃতির সংরক্ষণের প্রস্তাব ইইনেস্কোর আধিকারিকরা দিলেন বলে জানালেন মোদী। ইউনেস্কোর ডিরেক্টর জেনারাল অভিনন্দন জানালেন মোদীকে।

  • 30 Apr 2023 11:24 AM (IST)

    পর্যটনস্থল পরিচ্ছন্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী

    দেশে পর্যটন শিল্প বাড়ছে। পর্যটন শিল্পে আরও গতি আনতে পরিচ্ছন্নতায় জোর দিতে হবে। নদী, জঙ্গল, পাহাড়, পুকুর, ধর্মীয়স্থান, পর্যটনস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এমনই জানালেন প্রধানমন্ত্রী মোদী।

  • 30 Apr 2023 11:22 AM (IST)

    ‘মন কি বাত’ আমার থেকে আমাদের হওয়ার যাত্রা, জানালেন প্রধানমন্ত্রী

    ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বে অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন মোদী। তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠানে আত্মকেন্দ্রিকতা থেকে সমষ্টির পথের যাত্রা। দেশের বিভিন্ন প্রান্তের নায়কদের তুলে ধরেছে এই অনুষ্ঠান।

  • 30 Apr 2023 11:20 AM (IST)

    মন কি বাত আমাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে:মোদী

    মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে গিয়েছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ গড়েছে বলে জানিয়েছেন মোদী।

  • 30 Apr 2023 11:12 AM (IST)

    মন কি বাত ভারতীয়দের অনুভূতি প্রকাশ করেছে: মোদী

    মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্বে বক্তব্য রেখে নতুন মাইলস্টোন গড়লেন মোদী। সেই পর্বের শুরুতেই মন কি বাত অনুষ্ঠানের কথা উঠেছে এসেছে প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেছেন, ‘মন কি বাত’ কোটি কোটি ভারতীয়ের মন কি বাত। ভারতীয়দের মনের অনুভূতি এই অনুষ্ঠান প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

  • 30 Apr 2023 11:10 AM (IST)

    মন কি বাতের শ্রোতাদের ধন্যবাদ

    মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্বে এই অনুষ্ঠানের শ্রোতাদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “মন কি বাত অনুষ্ঠানের শ্রোতাদের আমার অন্তর থেকে ধন্যবাদ। আমার দেশবাসী শ্রোতাদের অভিনন্দন।”

  • 30 Apr 2023 11:07 AM (IST)

    মন কি বাত-এর ১০০ তম পর্বে প্রধানমন্ত্রী

    মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্বে বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জ সহ গোটা দেশে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান।

  • 30 Apr 2023 10:43 AM (IST)

    মন কি বাতের শততম পর্ব সম্প্রচারিত হবে আজ

    শততম পর্বে ‘মন কি বাত’ অনুষ্ঠান। আজ, রবিবার ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিয়ো অনুষ্ঠান ‘মন কি বাতে’র শততম পর্ব সম্প্রচারিত হবে।