Narendra Modi Speech-LIVE: ‘তৃতীয়বারের অর্থ, তিন গুণ শক্তি, তিন গুণ গতি, তিন গুণ ফল’, আশ্বাস মোদীর

Jul 02, 2024 | 6:52 PM

Narendra Modi Speech-LIVE: সোমবার বিরোধী দলনেতা ভাষণ দেওয়ার সময় উঠে দাঁড়িয়ে তাঁর মন্তব্যে প্রতিবাদ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। রাহুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Narendra Modi Speech-LIVE: তৃতীয়বারের অর্থ, তিন গুণ শক্তি, তিন গুণ গতি, তিন গুণ ফল, আশ্বাস মোদীর

Follow Us

তৃতীয়বার সরকার গঠন করেছে এনডিএ। তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার গঠনের পর শুরু হয়েছে লোকসভার অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের ওপর চলছে আলোচনা। সোমবার এই বিষয়ে বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী সাংসদ। মঙ্গলবার ভাষণ শুরু করলেন মোদী।বি

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Jul 2024 06:11 PM (IST)

    কংগ্রেসকে ‘পরজীবী’ বলে আক্রমণ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পরপর তিন বার কংগ্রেস ১০০ আসন পার করতে পারল না। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে কংগ্রেস হার স্বীকার করলে ভাল করত। আত্মসমালোচনাও করতে পারত।

    বিস্তারিত পড়ুন: ‘একশ’তে নয়, ৫৪৩-এর মধ্যে ৯৯ পেয়েছে’, কংগ্রেসকে ‘পরজীবী’ বলে আক্রমণ প্রধানমন্ত্রীর

  • 02 Jul 2024 05:42 PM (IST)

    মিথ্যা কথায় সংসদের গরিমা ক্ষুণ্ণ হয়েছে: মোদী

    ‘কংগ্রেস রাজনীতির হাতিয়ার বানিয়েছে মিথ্যা কথাকে। মুখ খুললেই মিথ্যা কথা। গতকালও মিথ্যা কথা বলে সংসদের গরিমা ক্ষুণ্ণ হয়েছে। এটা দেশের অপমান।’, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী ‘অগ্নিবীর’ প্রসঙ্গে যা বলেছিলেন, তা ভুল বলে এদিন উল্লেখ করেন মোদী।


  • 02 Jul 2024 05:17 PM (IST)

    ‘হারের বিশ্ব রেকর্ড করেছে কংগ্রেস’, তীব্র কটাক্ষ মোদীর

    কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, “কংগ্রেস ফেল হওয়ার বিশ্ব রেকর্ড করেছে। ১০০ তে নয়, ৫৪৩ -এর মধ্যে ৯৯ পেয়েছে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ১৩টি রাজ্যে কংগ্রেসের আসন সংখ্যা শূন্য। তাই মানুষের রায় নিয়ে জেতার আনন্দ করো না। মানুষের রায় মেনে নাও, বোঝার চেষ্টা কর।”

  • 02 Jul 2024 05:07 PM (IST)

    পরপর তিন বার কংগ্রেস ১০০ পার করতে পারল না কংগ্রেস: মোদী

    কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “২৪-এর ভোটে মানুষ কংগ্রেসকে আরও একবার বুঝিয়ে দিয়েছে, ওই বিরোধী আসনেই বসতে হবে। আর তর্ক শেষ হয়ে গেলে চীৎকার করতে থাক। পরপর তিন বার কংগ্রেস ১০০ পার করতে পারল না। কংগ্রেস হার স্বীকার করলে ভাল হত। আত্মসমালোচনা করত। কিন্তু এরা তো শীর্ষাসন করতে শুরু করেছে।”

  • 02 Jul 2024 04:57 PM (IST)

    তৃতীয়বার ক্ষমতায় এসে তিন গুণ শক্তিতে কাজ করার আশ্বাস মোদীর

    মোদী বলেন, “তৃতীয়বার আমাদের সরকার তিন গুণ শক্তি দিয়ে কাজ করবে, তিন গুণ গতিতে ছুটবে। তিন গুণ ফল পাবে দেশের মানুষ।” ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

  • 02 Jul 2024 04:48 PM (IST)

    ‘আজ এয়ার স্ট্রাইক হয়, সার্জিক্যাল স্ট্রাইকও হয়’, সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুললেন মোদী

    সন্ত্রাসবাদ ও কাশ্মীর ইস্যুতে মোদী বলেন, “একসময় নিষ্পাপ মানুষের মৃত্যুর পর মৃত্যু হত। সরকার চুপ করে বসে থাকত। একটা কথা বলারও ক্ষমতা ছিল না। আজকের সরকার ঘরে ঢুকে মেরে আসতে পারে। আজ এয়ার স্ট্রাইক করতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। দেশের মানুষকে সন্ত্রাসবাদ থেকে বাঁচাতে সবকিছু করতে পারে কেন্দ্রীয় সরকার।”

  • 02 Jul 2024 04:45 PM (IST)

    আজ মানুষ বলে, ভারত এখন সব করতে পারে: মোদী

    মোদী বলেন, “২০১৪-র আগে মানুষ নিজেদের ভাগ্যকেই দোষ দিতে শুরু করেছিল। নায্য রেশনও পেত না মানুষ। তারপরই মানুষ আমাদের সেবা করার সুযোগ দেন। এরপর মানুষ বলতে শুরু করেছেন, ভারত এখন সব করতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, ২০১৪ সালের আগে ব্যাঙ্কের টাকাও লুঠ হয়ে গিয়েছিল। তারপর গতি এসেছে দেশের উন্নয়নে।

  • 02 Jul 2024 04:38 PM (IST)

    ‘এই দেশের আর কিছুই হবে না’, ২০১৪-র আগে এই কথাই শোনা যেত

    প্রাক্তন কংগ্রেস সরকারকে নিশানা করে মোদী বলেন,  “২০১৪ সালের ওই দিনগুলোর কথা মনে করুন। আমাদের দেশের মানুষের আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল। তাঁরা বলতেন, এই দেশের আর কিছুই হবে না। সব জায়গায় এই কথা শোনা যেত। ভারতীয়দের হতাশা প্রকাশ পেত। প্রতিদিন সংবাদপত্র খুললেই দুর্নীতির খবর প্রকাশ হত।”

  • 02 Jul 2024 04:33 PM (IST)

    ‘বিকশিত ভারত’-এর কথা মোদীর মুখে

    মোদী উল্লেখ করেন, ‘বিকশিত ভারত’ থেকে উপকৃত হচ্ছেন দেশের মানুষ। তাঁদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। স্বাধীন হওয়ার পর থেকে দেশের বহু মানুষ এই সব সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাঁর কথায়, গোটা বিশ্বের নিরিখে ভারতের শহরও যেন পিছিয়ে না পড়ে, সেই চেষ্টাই করা হবে।

  • 02 Jul 2024 04:28 PM (IST)

    তুষ্টিকরণ নয়, সন্তুষ্টিকরণ করেছি: মোদী

    প্রধানমন্ত্রী বলেন, “তুষ্টিকরণ নয়, আমরা সন্তুষ্টিকরণ করে চলেছি। আর এই সন্তুষ্টিকরণ হল, দেশের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা। সেইজন্যই দেশের মানুষ আমাদের তৃতীয়বার জয় এনে দিয়েছে।” তিনি আরও বলেন, ১০ বছর কাজ দেখার পরই ভারতের মানুষ বিজেপিকে সমর্থন করেছে।

  • 02 Jul 2024 04:26 PM (IST)

    ‘জিততে না পারার কষ্ট আমি বুঝি’

    বিরোধীদের স্লোগানের মুখে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, “আমি কষ্টটা বুঝতে পারি, বারবার মিথ্যা কথা বলার পরও জিততে না পারার কষ্টটা সত্যিই অনেক বেশি।”

     

  • 02 Jul 2024 04:23 PM (IST)

    মোদী ভাষণ শুরু করতেই বিরোধী পক্ষ থেকে উঠছে স্লোগান

    বিকেল ৪টেয় জবাবি ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উঠে দাঁড়াতেই বিরোধী পক্ষের তরফে শোনা যায় স্লোগান। এত শোরগোল শুরু হয়ে যায় যে, যা বার্তা দিয়েও থামাতে পারেননি স্পিকার ওম বিড়লা। তিনি বিরোধীদের বলেন, “আপনাদের সবাইকে বলার সময় দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীকে বলতে দিন। এরকম করবেন না।” তারপরও শোরগোল থামেনি সংসদ কক্ষে।