Chopra Case in Loksabha: ‘রাস্তায় ফেলে মারছে…’, এবার সংসদে জেসিবি-র কথা বললেন সৌমিত্র খাঁ

Jul 02, 2024 | 6:43 PM

Chopra Case in Loksabha: সম্প্রতি চোপড়ায় প্রকাশ্যে রাস্তায় ফেলে যুবক-যুবতীকে পেটানোর অভিযোগ উঠেছে। সেই ঘটনায় সরব হয়েছেন বিরোধী তথা বিজেপি নেতারা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। প্রশ্ন উঠেছে অভিযুক্ত জেসিবি-র রাজনৈতিক পরিচয় নিয়ে।

Chopra Case in Loksabha: রাস্তায় ফেলে মারছে..., এবার সংসদে জেসিবি-র কথা বললেন সৌমিত্র খাঁ
লোকসভায় চোপড়া-কাণ্ডের কথা বললেন সৌমিত্র খাঁ
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: চোপড়া-কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার সেই ইস্যু পৌঁছল সংসদেও। অভিযুক্ত জেসিবি-র কথা বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার বক্তব্যের শুরু থেকেই রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন সৌমিত্র। সংসদে দাঁড়িয়ে তিনি দাবি করেন, লোকসভা ভোটের পরও বিজেপি নেতাদের অত্যাচার করা হচ্ছে। এই প্রসঙ্গে কোচবিহার ও চোপড়ার ঘটনার কথা উল্লেখ করেন তিনি। বাংলায় মহিলারা সম্মান হারাচ্ছে বলেও মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ।

সম্প্রতি চোপড়ায় প্রকাশ্যে রাস্তায় ফেলে যুবক-যুবতীকে পেটানোর অভিযোগ উঠেছে। সেই ঘটনায় সরব হয়েছেন বিরোধী তথা বিজেপি নেতারা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। প্রশ্ন উঠেছে অভিযুক্ত জেসিবি-র রাজনৈতিক পরিচয় নিয়ে। সেই ইস্যুতেই এবার সংসদে সুর চড়িয়েছেন সৌমিত্র খাঁ।

বিজেপি সাংসদ বলেন, “বাংলার সংস্কৃতি হয়ে গিয়েছে, রাজ্যপালকে মানব না। রাষ্ট্রপতিকেও মানবে না। এটা যেন রীতি হয়ে গিয়েছে। এবার ভোটের পরও বিজেপি কর্মীকে মারা হয়েছে। কোচবিহারে মহিলার ওপর হামলা হয়েছে। চোপড়ায় রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। মহিলাদের সম্মান নেই বাংলায়।” এই প্রসঙ্গেই তিনি আরও বলেন, “জেসিবি নামে এক তৃণমূল নেতা মারছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে। এভাবেই তৃণমূলের অত্যাচার বাড়ছে রাজ্যে।”

উল্লেখ্য,  চোপড়ার ঘটনা প্রকাশ্যে আসার পর তাজমূল ওরফে জেসিবি-র দাপটের কথা সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, মাথা উঁচু করে এতদিন এলাকায় দাপটের সঙ্গে ঘুরল কীভাবে। শাসকদলের সঙ্গে ওঠাবসা, বিধায়কের ‘ঘরের ছেলে’ হওয়ার কারণেই কী এত দাপট? প্রশ্ন রয়েই যাচ্ছে।

Next Article