PM Narendra Modi: ‘এই ওয়েব সিরিজ, ওই রিলস দেখেছো?’, মেট্রো সফরে পড়ুয়াদের প্রশ্ন নমোর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 30, 2023 | 12:50 PM

PM Modi's Metro Ride: আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি তিনটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি একটি কফি টেবিল বইয়ের উদ্বোধনও করবেন।

PM Narendra Modi: এই ওয়েব সিরিজ, ওই রিলস দেখেছো?, মেট্রো সফরে পড়ুয়াদের প্রশ্ন নমোর
মেট্রোয় গল্পে ব্যস্ত প্রধানমন্ত্রী।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: শতবর্ষে পা দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University)। সেই উপলক্ষেই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ সেই অনুষ্ঠানের শেষ দিন। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সকালেই তিনি রওনা দেন বিশ্ববিদ্যালয়ের জন্য। তবে নিজের কনভয়ে নয়, দিল্লি মেট্রোতে চেপেই রওনা দিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে।

এ দিন সকালেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন প্রধানমন্ত্রী মোদী। কড়া নিরাপত্তা বেষ্টনীতে গাড়িতে নয়, বরং আমজনতার মতো মেট্রোয় চেপে তিনি যান। মেট্রোর সাধারণ যাত্রীদের পাশেই বসেন প্রধানমন্ত্রী। কথাও বলেন তাদের সঙ্গে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর মেট্রো সফরের একাধিক ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

মেট্রোয় বেশ কিছু পড়ুয়াও ছিলেন। তাঁদের সঙ্গে গল্পে মেতে ওঠেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি ‘ইয়ংস্টার’দের মতোই প্রশ্ন করেন, “এই রিলস দেখেছো? ওই ওয়েব সিরিজ দেখেছো?”

আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি তিনটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি একটি কফি টেবিল বইয়ের উদ্বোধনও করবেন। যে তিনটি বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী, সেগুলিতে প্রযুক্তি, কম্পিউটার সেন্টার ও অ্যাকাডেমিক ব্লক তৈরি হবে। ৮ তলা এই ভবনগুলিতে বিশ্বমানের সমস্ত প্রযুক্তি ও পরিষেবা থাকবে।

Next Article