নয়া দিল্লি: আজ, ১৫ অগস্টের সকালে লালকেল্লায় (Red Fort) জাতীয় পতাকা উত্তোলন করে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। চিরাচরিত রীতি মেনে জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে এটা তাঁর দশম এবং ২০২৪ লোকসভা ভোটের আগে শেষ ভাষণ ছিল। আগামী বছর ফের লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে নরেন্দ্র মোদীকে দেখা যাবে কিনা তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠছে। যদিও প্রশ্নের জবাব নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর। তবে এদিন লালকেল্লায় দাঁড়িয়েই সেই প্রশ্নের জবাব দিলেন নরেন্দ্র মোদী স্বয়ং। নাম না করে বিরোধীদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে আগামী বছর স্বাধীনতা দিবসে ফের লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনের জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সিংহভাগ ভোটমুখী হবে বলেই অনুমান করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের সেই অনুমান সম্পূর্ণ ভুল ছিল না। এদিন লালকেল্লা থেকেই নাম না করেই বিরোধীদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যে সব প্রকল্পের শিলান্যাস করেছি, সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন আমিই করব।” এরপরই জনগণের উদ্দেশে তিনি বলেন, “আজ লালকেল্লা থেকে আপনাদের সাহায্য, আশীর্বাদ নিতে এসেছি। যদি আপনাদের আশীর্বাদ থাকে তাহলে আগামী বছর আবার এখানে ফিরে আসব।” এপ্রসঙ্গে ১০০ বছর স্বাধীনতা দিবস উদযাপনের সময় ভারতকে বিশ্বভারতকে উন্নীত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। দেশবাসীকে ‘আদরের পরিবার’ সম্বোধন করে প্রধানমন্ত্রী জানান, তিনি জনগণের জন্যই বেঁচে রয়েছেন, জনগণের জন্যই স্বপ্ন দেখেন, জনগণের জন্যই পরিশ্রম করেন। কারণ তিনি দেশবাসীকে পরিবার ভাবেন। দেশবাসীর স্বপ্ন পূরণের জন্য তিনি সেবক, দরোয়ান হয়েই থাকতে চান বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন দেশবাসীর উদ্দেশে আবেগাপ্লুত বার্তা দেওয়ার পাশাপাশি আবার পূর্বতন সরকার তথা কেন্দ্রের প্রধান বিরোধী দল, কংগ্রেসকে খোঁচাও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে ইউপিএ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণের অভিযোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণ আমাদের দেশের শত্রু। এই তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। ভারতকে বিশ্বপিতা করার সংকল্প পূরণ করতে হলে চোখে-চোখ রেখে তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। দুর্নীতি দেশের ক্ষতি করেছে। পরিবারবাদ জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে। তুষ্টিকরণে আমাদের দেশের বদনাম করেছে। এখন দেশ দুর্নীতিমুক্ত হয়েছে।” একইসঙ্গে দেশের নিরাপত্তার প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদী বলেন, “সিরিয়াল বোমা বিস্ফোরণ, জঙ্গি হামলার ঘটনা এখন অতীত।” বর্তমানে ভারত বিভিন্ন দিক থেকে উন্নীত হয়েছে। বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে এসেছে। পুনরায় তাঁর সরকার ক্ষমতায় এলে ভারত বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থানে উঠে আসবে, ভারতকে আর থামানো যাবে না বলেও দাবি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, আগামী বছর লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদীর সরকার পরপর দুটি পূর্ণ সময়ের মেয়াদ সম্পূর্ণ করতে চলেছে। তবে আগামী নির্বাচনে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছেন বিরোধীরা। ইতিমধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জেডি (ইউ), এনসিপি-সহ দেশের ২৬টি বিরোধী দল মিলে বিরোধী জোট গঠন করেছে। দেশবাসীকে আকৃষ্ট করতে সেই জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। ইতিমধ্যে মোদী সরকারকে পরাজিত করতে নির্বাচনী রূপরেখা নির্ধারণ করতে শুরু করেছে ইন্ডিয়া জোট। স্বাভাবিকভাবেই এনডিএ জোট পুনরায় ক্ষমতায় ফিরতে পারবে কিনা তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে।