নিরাপত্তা পরিষদে সামুদ্রিক সুরক্ষা নিয়ে বিতর্কসভা, পৌরহিত্য করবেন স্বয়ং প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 09, 2021 | 8:02 AM

রবিবার বিদেশমন্ত্রক(Ministry of External Affairs)-র তরফে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (United Nations Security Council) একাধিক সদস্য এই বৈঠকে যোগ দেবেন।

নিরাপত্তা পরিষদে সামুদ্রিক সুরক্ষা নিয়ে বিতর্কসভা, পৌরহিত্য করবেন স্বয়ং প্রধানমন্ত্রী
ফাইল চিত্র। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পৌরহিত্য করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন “সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি- আন্তর্জাতিক সহযোগিতা” (Enhancing Maritime Security-A Case for International Cooperation)-র অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন ও বিতর্ক সভার পৌরহিত্য করবেন।

রবিবার বিদেশমন্ত্রক(Ministry of External Affairs)-র তরফে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (United Nations Security Council) একাধিক সদস্য এই বৈঠকে যোগ দেবেন। সূত্র অনুযায়ী, বৈঠকে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকেই পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের বৈঠকের পৌরহিত্য করবেন।

এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে সমুদ্র পথে অপরাধ কমিয়ে সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা। এর আগেও নিরাপত্তা পরিষদের বৈঠকে একাধিকবার সামুদ্রিক নিরাপত্তা ও সমুদ্রপথে অপরাধ নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু এই বিষয়ে খোলাখুলি আলোচনা ও বিতর্কের সুযোগ এই প্রথম দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে “সাগর” নামক একটি পদক্ষেপের ঘোষণা করেছিলেন। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তিও ভিডিয়ো বার্তায় বলেছিলেন সামুদ্রিক সুরক্ষা, শান্তি বজায় রাখা ও সন্ত্রাস প্রতিরোধ, এই তিনটি বিষয়ের দিকেই বিশেষ নজর দেওয়া হবে।

এই নিয়ে দশমবার নিরাপত্তা কাউন্সিলের বৈঠক পরিচালন করার দায়িত্ব পেল ভারত। এর আগে ১৯৫০ সালের জুন মাসে, ১৯৬৭ সালের সেপ্টেম্বর মাসে, ১৯৭২ সালের ডিসেম্বর মাসে, ১৯৭৭ সালের অক্টোবর মাসে, ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে, ১৯৯১ সালের অক্টোবর মাসে, ১৯৯২ সালের ডিসেম্বর মাসে, ২০১১ সালের অগস্ট ও ২০১২ সালের নভেম্বর মাসে এই বৈঠকের আয়োজন ও পরিচালন করার দায়িত্ব পেয়েছিল ভারত। আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগেই কেন্দ্রের বড় পদক্ষেপ, এ বার থেকে ব্যবহার করা যাবে না প্লাস্টিকের তিরঙ্গা!

Next Article