PM Narendra Modi: নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়তেই আরও বাড়ল উদ্বেগ, আজই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Dec 22, 2022 | 12:50 PM

COVID Meeting: আজ, বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুপুরেই এই বৈঠক হওয়ার কথা।

PM Narendra Modi: নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়তেই আরও বাড়ল উদ্বেগ, আজই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
ছবি সৌজন্যে: PTI

Follow Us

নয়া দিল্লি: চিনে যত করোনা সংক্রমণ (COVID-19) বাড়ছে, ততই উদ্বেগ বাড়ছে কেন্দ্রেরও। দেশেও যদি ফের করোনার ঢেউ আছড়ে পড়ে, সেই আশঙ্কাতে বুধবারই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। মাস্ক থেকে শুরু করে টিকাকরণের উপরে জোর দেওয়া হয়। এদিকে, বিকেলেই জানা যায়,  করোনার যে  সাব ভ্যারিয়েন্টের কারণে চিনে সংক্রমণ ছড়াচ্ছে, তার খোঁজ ভারতেও মিলেছে। এই খবর পাওয়ার পরই আজ, বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ দুপুর সাড়ে তিনটেয় এই বৈঠক হওয়ার কথা।

চিনে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-র কারণেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। শ্মশানেও নেমেছে মৃত্যু মিছিল, মৃতদেহ রাখারও জায়গা মিলছে না সেখানে। এই পরিস্থিতিতেই দেশের সংক্রমণ নিয়ে যখন উদ্বেগে কেন্দ্র, সেই সময়ই দেশেও ৪ জনের শরীরে বিএফ.৭ সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলল। নয়া ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্যে দুইজন গুজরাটের বাসিন্দা, বাকি দুইজন ওড়িশার বাসিন্দা। ইতিমধ্যেই গুজরাট স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, অক্টোবর-নভেম্বর মাসে ওমিক্রনের বিএফ.৭ ও বিএফ.১২ সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল। আক্রান্তরা বাড়িতেই নিভৃতবাসে ছিলেন এবং বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তেই বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বৈঠকে বসে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা. ভি কে পল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের চেয়ারম্যান ডা. এনকে অরোরা, ডা. আইসিএমআর-এর ডিজি রাজীব বহেল, বায়োটেকনোলজি দফতরের সচিব ডা. রাজেশ গোখালে এবং স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল ডা. অতুল গোয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সাধারণ মানুষকে ফের একবার মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। করোনা টিকাকরণের উপরেও জোর দেওয়া হয়। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেও করোনা আক্রান্তদের চিহ্নিত করতে স্ক্রিনিং শুরু করা হয়েছে।

এই পরিস্থিতিতেই এবার আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি বৈঠকে বসবেন। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ একাধিক শীর্ষ আধিকারিকরা।

Next Article