PM Modi Covid Review Meeting: ঊর্ধ্বমুখী সংক্রমণ কি চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত? আজই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
COVID-19 Review Meeting: নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই রাজ্যগুলির আগাম প্রস্তুতি যাচাই করতে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
নয়া দিল্লি: আচমকাই ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ (COVID-19)। বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজারের উপরে থাকছে। করোনার নতুন ঢেউ নিয়েও উদ্বেগ বেড়েছে সংক্রমণের হঠাৎ বৃদ্ধি হওয়ায়। এই পরিস্থিতিতেই দেশের সার্বিক করোনা পরিস্থিতি ও সংক্রমণ মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে জানতে আজ, বুধবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দেশে করোনার যে ঊর্ধ্বমুখী হার দেখা গিয়েছে, তা নিয়ে ফের একবার উদ্বিগ্ন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই রাজ্যগুলির আগাম প্রস্তুতি যাচাই করতে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আজ দুপুর ১২টায় এই বৈঠক শুরু হবে। এই বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সহ স্বাস্থ্য মন্ত্রকের একাধিক শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। দেশের ঊর্ধ্বমুখী সংক্রমণ, কোন রাজ্যের কী পরিস্থিতি ও দেশের টিকাকরণের হার নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব একটি বিশেষ উপস্থাপনা পেশ করবেন বলেও জানা গিয়েছে। রাজ্যের সংক্রমণ নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করা যায়, সে সম্পর্কেও মুখ্যমন্ত্রীদের কাছ থেকে মতামত জানতে চাওয়া হবে।
সামনেই একাধিক উৎসব রয়েছে। এই পরিস্থিতিতে সামান্য অসচেতন হলেও করোনা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। রবিবার প্রধানমন্ত্রী মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এই বিষয়ে সচেতন করে বলেন, “সামনেই ইদ, অক্ষয় তৃতীয়, বৈশাখ বুদ্ধ পূর্ণিমার মতো নানা উৎসব রয়েছে। উৎসবের আনন্দের মাঝেও সকলের সচেতন থাকা প্রয়োজন। বাইরে বের হলে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়ার মতো সাধারণ করোনাবিধিগুলি অনুসরণ করুন।”