AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ১৩০০০ ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi: সেলা টানেল প্রকল্প দুটি টানেল নিয়ে তৈরি হয়েছে। প্রথমটি ৯৮০ মিটার দীর্ঘ টানেল যা একটি একক টিউব টানেল। দ্বিতীয়টি ১৫৫৫ মিটার দীর্ঘ টানেল যা টুইন টিউব টানেল। এটি ১৩০০০ ফুটেরও বেশি উচ্চতায় নির্মিত। অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে এই টানেল।

Narendra Modi: ১৩০০০ ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীImage Credit: twitter
| Updated on: Mar 09, 2024 | 7:46 AM
Share

নয়া দিল্লি : আজ, শনিবার বিশ্বের দীর্ঘতম টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ ১৩ হাজার ফুট উচ্চতায় তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতম টানেল। ‘সেলা টানেল’ নামে ওই টানেলের উদ্বোধন হবে এদিন। এর ফলে চিন সীমান্তের সঙ্গে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমে যাবে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এটি হবে বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেল। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। এই টানেল তুষারপাত দ্বারা প্রভাবিত হবে না। দেশের জন্য কৌশলগত কারণে এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অরুণাচল প্রদেশের এই টানেলটি তাওয়াং সেক্টরের সামনের দিকের এলাকায় সেনাদের দ্রুত পৌঁছনোর ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এই টানেল চিন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে। ভারতীয় সেনা জওয়ানরা দ্রুত পৌঁছে পারবেন সীমান্তে। অস্ত্র নিয়ে যাওয়াও সহজ হবে। নিরাপত্তা বাড়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নও হবে। এটি তৈরি করতে প্রায় ৮২৫ কোটি টাকা খরচ হয়েছে।

সেলা টানেল প্রকল্প দুটি টানেল নিয়ে তৈরি হয়েছে। প্রথমটি ৯৮০ মিটার দীর্ঘ টানেল যা একটি একক টিউব টানেল। দ্বিতীয়টি ১৫৫৫ মিটার দীর্ঘ টানেল যা টুইন টিউব টানেল। এটি ১৩০০০ ফুটেরও বেশি উচ্চতায় নির্মিত। অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে এই টানেল।

প্রধানমন্ত্রী মোদী অরুণাচল প্রদেশে ৪১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেশ কয়েকটি সড়ক প্রকল্পও উদ্বোধন হবে এদিন।