PM Narendra Modi: জলপথে বারাণসী থেকে বাংলাদেশ হয়ে ডিব্রুগড়, ক্রুজের উদ্বোধন করবেন মোদী

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 01, 2023 | 11:52 PM

Narendra Modi: এই জলপথে ২৭টি নদী পড়বে। তার মধ্যে রয়েছে গঙ্গা, ভাগীরথী, হুগলি, ব্রহ্মপুত্র। মোট ৫০ দিনের যাত্রা।

PM Narendra Modi: জলপথে বারাণসী থেকে বাংলাদেশ হয়ে ডিব্রুগড়,  ক্রুজের উদ্বোধন করবেন মোদী
নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: অসমের ডিব্রুগড় থেকে বাংলাদেশ হয়ে জলপথে উত্তরপ্রদেশের বারাণসী। ৩২০০ কিমি জলপথ যাত্রা। আগামী ১৩ জানুয়ারি বিশ্বের বৃহত্তম এই জলপথ যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিদেশি পর্যটকদের নিয়ে রওনা দেবে বিলাসবহুল ক্রুজ। এই জলপথে ২৭টি নদী পড়বে। তার মধ্যে রয়েছে গঙ্গা, ভাগীরথী, হুগলি, ব্রহ্মপুত্র। মোট ৫০ দিনের যাত্রা।

শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বাংলায় একাধিক প্রকল্পের সূচনার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, “দেশে প্রমোদতরী পর্যটন যে বাড়ছে তার সাক্ষ্য বিশ্বের অদ্বিতীয় এই ক্রুজ। এর সুযোগ নেওয়ার জন্য বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি।” ১৩ তারিখ এই জলপথ যাত্রার সূচনা হবে বলে জানান তিনি।

গুরুত্বপূর্ণ ৫০টি পর্যটন কেন্দ্রকে ছুঁয়ে যাবে এই ক্রুজ। তার মধ্যে কিছু হেরিটেজ জায়গা রয়েছে। বারাণসীর গঙ্গা আরতি দেখতে পাবেন পর্যটকরা। বাংলাদেশের মধ্য দিয়ে ১১০০ কিমি অতিক্রম করবে এই ক্রুজ। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানান, একটি বেসরকারি সংস্থা এই ক্রুজ চালাবে। তিনি আরও বলেন, ভারতের সভ্যতা নদীকেন্দ্রিক। ফলে পর্যটকরা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য আরও ভাল করে জানতে পারবেন।

সম্প্রতি কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেছিলেন, ক্রুজ পরিষেবায় নজর দেওয়া সরকারের অন্যতম গুরুত্বের তালিকায় রয়েছে। আগেকার সময়ে জলপথে বাণিজ্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীও জানিয়েছিলেন, আগে জলপথ ব্যবহার করা হত বাণিজ্য ও পর্যটনের জন্য। সেজন্য নদীর ধারে জনবসতি গড়ে ওঠে। শিল্পও গড়ে ওঠে নদীর ধারে। সেই জলপথকে ব্যবহার করেই পর্যটকদের নতুন ‘উপহার’ দিতে চলেছে কেন্দ্র।

Next Article