Water Metro: জলের উপর মেট্রো পরিষেবা, মঙ্গলবারই চালু হবে দেশের প্রথম ওয়াটার মেট্রো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 23, 2023 | 3:14 PM

India's first Water Metro in Kochi: মঙ্গলবার (২৩ এপ্রিল), কেরলের কোটি থেকে জাতির উদ্দেশ্যে দেশের প্রথম 'ওয়াটার মেট্রো' উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্প কোচি এবং তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে।

Water Metro: জলের উপর মেট্রো পরিষেবা, মঙ্গলবারই চালু হবে দেশের প্রথম ওয়াটার মেট্রো
মঙ্গলবার থেকেই যাত্রা শুরু করবে ভাপরতের প্রথম ওয়াটার মেট্রো

Follow Us

কোচি: মঙ্গলবার (২৩ এপ্রিল), কেরলের কোচি থেকে জাতির উদ্দেশ্যে দেশের প্রথম ‘ওয়াটার মেট্রো’ উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন টুইট করে বলেছেন, “কেরালার স্বপ্নের এই প্রকল্প কোচি এবং তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে।” এই অনন্য শহুরে গণ পরিবহণ ব্যবস্থা অভিজ্ঞতা এবং যাতায়াতের স্বাচ্ছন্দের দিক থেকে প্রচলিত মেট্রো ব্যবস্থার থেকে কোনও অংশেই কম নয়। বিশেষ করে কোচির মতো বন্দর শহরে এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। পিনারাই বিজয়ন জানিয়েছেন, শীতাতপ নিয়ন্ত্রিত নৌকাগুলি সড়ক পরিবহণের যামজটের ভোগান্তি দূর করবে। শুধু তাই নয়, এই পরিবহণ ব্যবস্থা অত্যন্ত সাশ্রয়ী এবং নিরাপদও। প্রথম ধাপে হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল থেকে ভিটিলা-কাক্কানাড় টার্মিনাল পর্যন্ত শুরু করা হবে এই পরিষেবা। কেরলের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যাত্রীরা ‘কোচি ১’ কার্ড ব্যবহার করেই কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রো – দুই পরিষেবাই নিতে পারবেন। এছাড়া ওয়াটার মেট্রোর টিকিট বুক করা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মেই।


ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড নৌকোর মাধ্যমে কোচি এবং তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে এই কোচি ওয়াটার মেট্রো। এই পরিষেবায় কাজ করবে ৭৮টি বৈদ্যুতিক নৌকা, টার্মিনাল থাকবে মোট ৩৮টি। এই প্রকল্প নির্মাণে মোট খরচ পড়েছে ১,১৩৬.৮৩ কোটি টাকা। এই খরচ যৌথভাবে বহন করেছে কেরল সরকার এবং জার্মান তহবিল সংস্থা কেএফডব্লু। এই ওয়াটার মেট্রো পরিষেবা পরিবেশ বান্ধব তো বটেই, এছাড়া বিশেষভাবে অক্ষমদের জন্যও বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে।

কোচি এবং আশপাশের ১০টি দ্বীপ সংযুক্ত করবে ওয়াটার মেট্রো

এই ওয়াটার মেট্রো ছাড়া, মঙ্গলবার তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন থেকে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদি। তিরুবনন্তপুরম-কাসারগড় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি তিরুবনন্তপুরম, কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম, ত্রিশুর, পালাক্কাড়, পাঠানমথিট্টা, মলপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগড় – এই ১১টি জেলার উপর দিয়ে যাবে। ডিন্ডিগুল-পালানি-পালক্কাড় বিভাগে ইলেকট্রিক ট্রেন চলাচলেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। পাশপাশি, তিরুবনন্তপুরম, কোঝিকোড় এবং ভারকালা শিবগিরি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণ-সহ বিভিন্ন রেল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করারও কথা প্রধানমন্ত্রী মোদীর। এছাড়াও তিরুবনন্তপুরমে ডিজিটাল সায়েন্স পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

Next Article