নয়া দিল্লি: স্বাস্থ্যক্ষেত্রে বড় সড় বদল আনতে চলেছে মোদী সরকার। আগামী ১৫ অগস্ট, দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের দিনই এই ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সমস্ত সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রকল্প ও কর্মসূচিগুলিকে একটি ছাতার তলায় আনা হবে। তার মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের জন্য নতুন প্রকল্প তো থাকবেই, সেই সঙ্গে বর্তমান প্রকল্পগুলিকেও অন্তর্ভুক্ত করা হবে। এখনও পর্যন্ত এই নয়া ‘আমব্রেলা হেথকেয়ার প্রোগ্রামে’র নাম স্থির করা হয়নি। তবে, এখনও পর্যন্ত কর্মসূচিটিকে ‘পিএম সমগ্র স্বাস্থ্য যোজনা’ বলা হচ্ছে। ভারতের সব নাগরিককে ন্যায়সঙ্গত, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য বলে দাবি করা হচ্ছে।
লাইভমিন্টের এক প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PM-JAY, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বা ABDM, এবং পিএম আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো অভিযান বা PM-ABHIM-এর মতো বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি এরপর থেকে নয়া সামগ্রিক স্বাস্থ্য কর্মসূচির অন্তর্ভূক্ত হয়ে যাবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাস্থ্য ক্ষেত্রে আরও দুটি প্রকল্প চালু করবেন বলে আশা করা হচ্ছে, ‘হিল বাই ইন্ডিয়া’ (ভারতের দ্বারা রোগ নিরাময়) এবং ‘হিল ইন ইন্ডিয়া’ (ভারতে রোগ নিরাময়)। ‘হিল বাই ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে ভারতীয় ডাক্তারদের চিকিৎসা করতে বিদেশে পাঠানো হবে। আর ‘হিল ইন ইন্ডিয়া’ প্রকল্পটি নজর দেবে যাতে আরও বেশি করে বিদেশি রোগীরা ভারতে আসেন চিকিৎসা করাতে।
‘হিল ইন ইন্ডিয়া’ প্রকল্প যাতে সাফল্য পায়, তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে ভারত সরকার। দেখা গিয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, বিশাখাপত্তনম, কোচি, আহমেদাবাদ, হায়দরাবাদ এবং গুয়াহাটি – দেশের এই ১০ টি বিমানবন্দরেই বিদেশি রোগীদের আনাগোনা সবথেকে বেশি। এই বিমানবন্দরগুলিতে দোভাষী এবং বিশেষ ডেস্ক, একটি বহুভাষিক পোর্টাল তৈরির পাশাপাশি ভিসা পাওয়ার নিয়মগুলি সরল করা হচ্ছে। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী আফ্রিকান, ল্যাটিন আমেরিকান, সার্ক এবং আরব উপসাগরীয় এলাকার মোট ৪৪টি দেশও চিহ্নিত করেছে সরকার। এই দেশগুলি থেকেই ভারতে আসেন সবথেকে বেশি রোগী। তাদের স্বাচ্ছন্দ্যের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
বিমান বন্দরগুলি বিজেশি যাত্রীদের সুবিধার জন্য যে বহুভাষিক পোর্টালটি তৈরি করা হচ্ছে, সেটি ১৫ অগস্ট চালু হবে বলে আশা করা হচ্ছে। ভারতে চিকিৎসা করাতে আসা বিদেশি রোগীরা ওই পোর্টালেই তাঁদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবেন। বিভিন্ন মানের হাসপাতাল এবং আধুনিক ও ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার ভিত্তিতে বিভিন্ন মূল্যের চিকিৎসা প্যাকেজের সন্ধান দেবে এই পোর্টালটি। এছাড়া, এতে অভিযোগ নিষ্পত্তি এবং রোগীর প্রতিক্রিয়া জমা দেওয়ার ব্যবস্থাও থাকছে।