PM Narendra Modi: কথা দিয়ে রাখতেও জানেন! দেশে ফিরেই সোজা ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 25, 2023 | 7:24 AM

ISRO: দক্ষিণ আফ্রিকা-গ্রিস হয়ে আজই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকেই সরাসরি কর্নাটকের বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী মোদী।

PM Narendra Modi: কথা দিয়ে রাখতেও জানেন! দেশে ফিরেই সোজা ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী মোদী
চন্দ্রযানের অবতরণের মুহূর্তের সাক্ষী প্রধানমন্ত্রী মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: চন্দ্রযান-৩ এর সাফল্যে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরই ইসরোর বিজ্ঞানীদের (ISRO Scientists) ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন। একইসঙ্গে কথা দিয়েছিলেন শীঘ্রই দেখা করবেন। আজ সেই প্রতিশ্রুতি পূরণের পালা। দুই দেশের সফর সেরে আজই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ফিরেই তিনি প্রথমে দেখা করবেন ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে।

ব্রিকস সামিটে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, বুধবারই চাঁদে চন্দ্রযান-৩ এর অবতরণের দিন ছিল। দেশের বাইরে থাকলেও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে চন্দ্রযানের অবতরণের সাক্ষী থাকেন প্রধানমন্ত্রী মোদী। চাঁদে টাচডাউনের পরই তিনি ইসরোর গবেষক-বিজ্ঞানীদের ফোন করে অভিবাদন জানান। সেই সময়েই তিনি জানিয়েছিলেন যে দেশে ফিরে শীঘ্রই তিনি ইসরোর সমস্ত বিজ্ঞানী, যারা চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সঙ্গে দেখা করবেন।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা-গ্রিস হয়ে আজই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকেই সরাসরি কর্নাটকের বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে কথা বলবেন তিনি।

চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারত চাঁদে পৌঁছে গেল। এই ধরনের ঐতিহাসিক মুহূর্তের যখন সাক্ষী থাকি আমরা, তখন ভীষণ গর্বিত অনুভব হয়। এটা নতুন ভারতের সূচনা। আমরা পৃথিবীর মাটিতে সংকল্প নিয়েছিলাম আর চাঁদে তা পূরণ হল।”

গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩-এর। ৪০ দিনের যাত্রাপথ পেরিয়ে গত ২৩ অগস্ট চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারত চতুর্থ দেশ, যারা চাঁদে পৌঁছল। তবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দিক থেকে কিন্তু প্রথম ভারতই।

Next Article