নয়া দিল্লি: ২৯২টি আসন পেয়ে তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে এনডিএ। শরিকদের সঙ্গে বৈঠক হয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। সূত্রের খবর, আগামী ৮ জুন শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদেরও আমন্ত্রণ জানানো হবে নরেন্দ্র মোদীর তৃতীয়বার শপথ গ্রহণের অনুষ্ঠানে।
জানা যাচ্ছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, মরিশাসের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন মোদীর শপথ গ্রহণে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দফতরের তরফে জানানো হয়েছে, মোদীর শপথ গ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন বিক্রমাসিংহে। জয়ের পরই মোদীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গেও কথা হয়েছে মোদীর। তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। অতিথি তালিকায় নাম থাকতে পারে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথের।
আজ, বৃহস্পতিবারই এই রাষ্ট্রনেতাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে। ২০১৪ সালে মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেই সময় ‘সার্ক’ (SAARC)-এর সদস্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০১৯-এ BIMSTEC-এর সদস্য দেশগুলি থেকে অতিথিরা উপস্থিত ছিলেন।
শোনা গিয়েছিল, রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিক শপথ গ্রহণের পাশাপাশি একটি রাজনৈতিক মেগা ইভেন্টের আয়োজন করা হতে পারে কর্তব্যপথ, ভারত মণ্ডপম বা দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারের মতো। তবে রাষ্ট্রপতি ভবনেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদের সদস্য ও জয়ী সাংসদরাও।