Odisha New CM: ধর্মেন্দ্র প্রধান নাকি সম্বিৎ পাত্র? কে হবেন ওড়িশার নয়া মুখ্যমন্ত্রী

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 06, 2024 | 8:11 AM

Odisha New CM: ধর্মেন্দ্র প্রধান ছাড়াও আলোচনা চলছে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি বিজয়ন্ত পাণ্ডাকে নিয়ে। বছর ছয়েক আগে বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। উঠে আসছে অপরাজিতা সারঙ্গীর নাম, যিনি ভুবনেশ্বরের বিদায়ী সাংসদ।

Odisha New CM: ধর্মেন্দ্র প্রধান নাকি সম্বিৎ পাত্র? কে হবেন ওড়িশার নয়া মুখ্যমন্ত্রী
কে হবেন ওড়িশার মুখ্যমন্ত্রী
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

ওড়িশা: ২৪ বছরের শাসন শেষ। পদত্যাগ করেছেন নবীন পট্টনায়ক। এবার ওড়িশা কার হাতে? কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? তা নিয়েই চলছে জোর জল্পনা। সূত্রের খবর, আজ বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। সম্ভাব্য তালিকায় রয়েছে বিজেপির একাধিক প্রথম সারির নেতার নাম। উল্লেখ্য, ওড়িশার বিধানসভা নির্বাচনে ১৪৭ আসনের মধ্যে ৭৮টি আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি। ৫১টি আসন পেয়েছে পট্টনায়কের দল বিজেডি।

ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যাঁদের নাম উঠে আসছে, তাঁদের তালিকায় প্রথমেই রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এছাড়াও জোর জল্পনা রয়েছে প্রাক্তন আইএএস অফিসার গিরিশ মুর্মুর নাম নিয়ে। আলোচনা চলছে আরও একগুচ্ছ নাম নিয়েও। বিজেপির রাজ্য সভাপতি মনমোহন সামল জানিয়েছেন পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী ১০ জুন শপথ নেবেন নয়া মুখ্যমন্ত্রী।

ধর্মেন্দ্র প্রধান ছাড়াও আলোচনা চলছে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি বিজয়ন্ত পাণ্ডাকে নিয়ে। বছর ছয়েক আগে বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। উঠে আসছে অপরাজিতা সারঙ্গীর নাম, যিনি ভুবনেশ্বরের বিদায়ী সাংসদ।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরামের পাশাপাশি শোনা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিৎ পাত্রের নাম। পুরী লোকসবা আসন থেকে জয়ী হয়েছেন সম্বিৎ পাত্র।

অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মত আঞ্চলিক জাতপাতের সমীকরণের কথা মাথায় রেখে ওড়িশাতেও দু’জন উপমুখ্যমন্ত্রী নিয়োগের সম্ভাবনা রয়েছে।

আগামী ১০ জুন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তার আগে আজই বসতে পারে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক। এই বৈঠকেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম।

Next Article