নয়া দিল্লি: বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। উপস্থিত ছিলেন জোটের প্রায় সব দলের প্রতিনিধিরা। আর তার পরের দিন বৃহস্পতিবার সকালেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের বাসভবনে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই চলে অভিষেক-অখিলেশ বৈঠক। প্রায় ৪৫ মিনিট কথা হয় তাঁদের মধ্যে। অভিষেকের সঙ্গে তৃণমূলের তরফে হাজির ছিলেন ডেরেক ও ব্রায়েন। বৈঠকে কী কথা হল, তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। আবার অভিষেক ফেরার পর তাঁর বাসভবনে হাজির হন আপ সাংসদ রাঘব চাড্ডা।
লোকসভা নির্বাচনে কংগ্রেস, তৃণমূল, এসপি সহ ইন্ডিয়া জোটের দলগুলি ২৩৬টি আসন পেয়েছে। কংগ্রেস একাই ৯৯টি আসন পেয়েছে। ফল প্রকাশের পর খাড়্গের বাড়িতে বৈঠকে বসেছিলেন সব দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার অখিলেশের বাড়িতে অভিষেক হাজির হওয়ার পর বাড়ছে নয়া জল্পনা। তবে কি ইন্ডিয়া জোটের পাশাপাশি আঞ্চলিক দলগুলিও আলাদাভাবে কথাবার্তা বলছে?
আঞ্চলিক শক্তিগুলোকে জোটবদ্ধ হওয়ার কথা বারবার বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, শুধু অখিলেশ-অভিষেকের বৈঠকের পাশাপাশি এদিনই আপ সাংসদ রাঘব চাড্ডার বাড়িতে উপস্থিত হয়েছিলেন শিব সেনার সঞ্জয় রাউত। এরপরা অভিষেকের বাড়িতে যান আপ নেতা রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং। সেই কারণেই জল্পনা বেড়েছে আরও।
তবে অখিলেশের বাসভবন থেকে বেরনোর সময় এ বিষয়ে কোনও কথা বলেননি অভিষেক। তাঁর দাবি, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। সঞ্জয় সিংও এ বিষয়ে কোনও কথা বলেননি। উল্লেখ্য, বাংলা থেকে ২৯টি আসন পেয়েছে তৃণমূল আর উত্তর প্রদেশ থেকে সপা পেয়েছে ৩৭টি আসন। দুই দলই ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক।
বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, ঘণ্টা দুয়েক আলোচনা করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। তিনি বলেন, “সংবিধান বাঁচানোর লক্ষ্যে মানুষ ভোট দিয়েছে। ইন্ডিয়া জোট মোদির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়বে।”