PM Narendra Modi: ঘানা থেকে নামিবিয়া, ৮ দিনেই ৫ দেশে সফর প্রধানমন্ত্রী মোদীর
PM Narendra Modi: এর আগে ২০১৫-তে ৯ দিনের সফর সেরেছিলেন মোদী। সেই তালিকায় ছিল ফিজি, অস্ট্রেলিয়া ও মায়ানমার। এমনও পরিস্থিতি তৈরি হয়েছে যে হোটেলে নয়, বিমানেই লাগেজ রেখে কর্মসূচিতে যোগ দিতে হয়েছে মোদীকে।

নয়া দিল্লি: আটদিনে পাঁচ দেশে সফরের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ জুলাই থেকে শুরু হচ্ছে সেই সফর। প্রধানমন্ত্রী মোদীর অন্যতম বড় বিদেশ সফর এটি। একের পর এক বৈঠকে যোগ দেবেন তিনি।
এর আগে ২০১৬ সালে প্রধানমন্ত্রী একসঙ্গে পাঁচ দেশে সফর করেছিলেন। আমেরিকা, মেক্সিকো, সুইজারল্যান্ড, আফগানিস্তান ও কাতারে সে বছর ৪ থেকে ৮ জুন পর্যন্ত সফর করেছিলেন। আর এবার তিনি যাচ্ছেন ঘানা, আর্জেন্টিনা, ত্রিনিদাদ, তোবাগো, ব্রাজিল ও নামিবিয়া। ২ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এই দেশগুলিতে সফর করবেন তিনি।
এর আগে ২০১৫-তে ৯ দিনের সফর সেরেছিলেন মোদী। সেই তালিকায় ছিল ফিজি, অস্ট্রেলিয়া ও মায়ানমার। এমনও পরিস্থিতি তৈরি হয়েছে যে হোটেলে নয়, বিমানেই লাগেজ রেখে কর্মসূচিতে যোগ দিতে হয়েছে মোদীকে।
এবার দিল্লি থেকে সোজা ঘানা যাবেন মোদী। ২ জুলাই ঘানা সফরের পর দ্বিতীয় পর্যায়ে তিনি যাবেন ত্রিনিদাদ ও তোবাগো। ৩ থেকে ৪ জুলাই ওই দুই দেশের সফর সেরে জয়েন্ট সেশনে যোগ দেবেন মোদী। তৃতীয় পর্বে তিনি যাবেন আর্জেন্টিনা। সে দেশের প্রেসিডেন্টের আমন্ত্রণ তিনি যাবেন। ৪ ও ৫ জুলাই সফর শেষ করে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর গন্তব্য হবে ব্রাজিল। সে দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিচ্ছেন মোদী। এটা হবে মোদীর চতুর্থ ব্রাজিল সফর। ৯ জুলাই মোদী যাবেন নামিবিয়া।
