PM Narendra Modi: মধ্যপ্রদেশে নমোর বিশাল কর্মযজ্ঞ, সিকল সেল দূরীকরণে লম্বা লাফ দেবে ভারত

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 01, 2023 | 12:00 AM

Narendra Modi: ২০৪৭ সালের মধ্যে দেশ থেকে সিকল সেল ডিজ়িজ় নির্মূল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর হাত ধরে এই সিকল সেল অ্যানিমিয়া দূরীকরণ মিশন, সেই লক্ষ্যমাত্রা পূরণের দিকে এক নতুন মাইলস্টোন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

PM Narendra Modi: মধ্যপ্রদেশে নমোর বিশাল কর্মযজ্ঞ, সিকল সেল দূরীকরণে লম্বা লাফ দেবে ভারত
নরেন্দ্র মোদী
Image Credit source: PTI

Follow Us

ভোপাল: দেশবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আরও এক বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। শনিবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) শাদোলে যাচ্ছেন তিনি। আর সেখান থেকেই দেশব্যাপী সিকল সেল অ্যানিমিয়া দূরীকরণ মিশনের (National Sickle Cell Anaemia Elimination Mission) সূচনা করবেন নমো। উপভোক্তাদের হাতে সিকল সেল জেনেরিক স্ট্যাটাস কার্ডও তুলে দেবেন প্রধানমন্ত্রী। এই মিশনের মূল লক্ষ্যই হল সিকল সেল ডিজ়িজ়ের ফলে যে সব শারীরিক সমস্যাগুলি হয়, সেগুলি নিয়ে মানুষকে আরও বেশি সচেতন করা। বিশেষ করে জনজাতিভুক্ত মানুষজনকে।

সিকল সেল অ্যানিমিয়া দূর করতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। টার্গেট তৈরি করা হয়েছে। ২০৪৭ সালের মধ্যে দেশ থেকে সিকল সেল ডিজ়িজ় নির্মূল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর হাত ধরে এই সিকল সেল অ্যানিমিয়া দূরীকরণ মিশন, সেই লক্ষ্যমাত্রা পূরণের দিকে এক নতুন মাইলস্টোন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

চলতি বছরের বাজেট পেশের সময়েই এই সিকল সেল অ্যানিমিয়া দূরীকরণ মিশনের কথা বলা হয়েছিল। দেশের ১৭টি রাজ্যের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই মিশনে। ১৭টি রাজ্যের ২৭৮টি জেলায় এই মিশন চলবে। তালিকায় মধ্যপ্রদেশ ছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, ওড়িশা, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, অসম, উত্তরপ্রদেশ, কেরল, বিহার ও উত্তরাখণ্ড।

মধ্যপ্রদেশ সফরে আরও একগুচ্ছ কর্মসূচি থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার মধ্যে উল্লেখযোগ্য হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড বিতরণ। মধ্যপ্রদেশের পৌর প্রশাসন, গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তর থেকে এই কার্ড বিলি করা হবে। প্রায় ৩ কোটি ৫৭ লাখ উপভোক্তার কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি রানি দুর্গাবতীর প্রতিও সম্মান জানাবেন প্রধানমন্ত্রী। ষোড়শ শতাব্দীতে গোঁদওয়ানার রানি ছিলেন তিনি। মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর বীরগাথার কথা আজও স্মরণ করা হয়।

শনিবার বিকেলে শাদোলের পাকারিয়া গ্রামেও যাবেন প্রধানমন্ত্রী। সেখানকার জনজাতির মানুষজনদের সঙ্গে কথা বলবেন। স্থানীয় আদিবাসী নেতা, স্বনির্ভর গোষ্ঠী ও পঞ্চায়েতের নেতাদের সঙ্গে কথা সাক্ষাৎ করার কথা রয়েছে নমোর। এছাড়া গ্রামের ফুটবল ক্লাবের ক্যাপ্টেনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।

Next Article