AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: রাম মন্দির উদ্বোধনের আগে দক্ষিণ ভারতের এই ৩ প্রসিদ্ধ মন্দির দর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদী

Rameshwaram Temple: সরকারি প্রকল্প উদ্বোধনের ফাঁকে তামিলনাড়ুতে একাধিক মন্দির পরিভ্রমণ করবেন তিনি। এমনকি, রামেশ্বরমে শ্রী আরুলমিগু রামানাখস্বামী মন্দিরে আয়োজিত বিভিন্ন ভাষায় রামায়ণ পাঠেও অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা রাম মন্দির উদ্বোধনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ।

PM Narendra Modi: রাম মন্দির উদ্বোধনের আগে দক্ষিণ ভারতের এই ৩ প্রসিদ্ধ মন্দির দর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Jan 20, 2024 | 2:10 PM
Share

নয়া দিল্লি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তার আগে দু-দিনের দক্ষিণ ভারত সফরে যাবেন তিনি। মূলত, একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করতে কেরল ও তামিলনাড়ু সফরে যাবেন প্রধানমন্ত্রী। তবে সরকারি প্রকল্প উদ্বোধনের ফাঁকে তামিলনাড়ুতে একাধিক মন্দির পরিভ্রমণ করবেন তিনি। মূলত, রামায়ণের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন মন্দিরগুলি পরিভ্রমণ করবেন তিনি। এমনকি, রামেশ্বরমে শ্রী আরুলমিগু রামানাখস্বামী মন্দিরে আয়োজিত বিভিন্ন ভাষায় রামায়ণ পাঠেও অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা রাম মন্দির উদ্বোধনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ।

পিএও সূত্রে খবর, আগামী ২০ জানুয়ারি দু-দিনের সফরে তামিলনাড়ু যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ তারিখ তামিলনাড়ু পৌঁছেই সকাল ১১টা নাগাদ তিনি তিরুচিরাপল্লির শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে যাবেন। এই মন্দিরের প্রধান বিগ্রহ বিষ্ণু। বৈষ্ণব মতে, শ্রীরামকে বিষ্ণুর অবতার মানা হয়। স্বাভাবিকভাবেই অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে এই মন্দিরের বিশেষ যোগসূত্র রয়েছে। তাই রাম মন্দির উদ্বোধনের আগে এই মন্দিরে রামায়ণ পাঠ-সহ বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে। সেই রামায়ণ পাঠ শুনবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ২টো নাগাদ তিনি রামেশ্বরমে যাবেন। সেখানে শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দিরে দর্শন করবেন এবং পুজো দেবেন। এই মন্দিরের প্রধান বিগ্রহ শিব। কথিত আছে, রামচন্দ্র ও সীতা এই শিবলঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরচিকে দেশের চার ধাম ও ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি বলে মনে করা হয়। স্বাভাবিকভাবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে রামেশ্বরমের এই মন্দিরে বিশেষ ভজন, রামায়ণ পাঠের আয়োজন করা হয়েছে। এই মন্দিরে রাম মন্দির উদ্বোধনের কয়েকদিন আগে থেকে তেলুগু, মালায়ালাম ও মারাঠি ভাষায় রামায়ণ পাঠের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেও যোগদান করবেন প্রধানমন্ত্রী। তারপর বাংলা-সহ ৮টি ভাষায় রামের অযোধ্যায় ফিরে আসার কাহিনী বর্ণনা করা হবে। সেই অনুষ্ঠানেও যোগদান করবেন প্রধানমন্ত্রী মোদী। তারপর সন্ধ্যায় এই মন্দিরে আয়োজিত ভজন সন্ধ্যা অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তিনি।

এরপর ২১ জানুয়ারি সকালে ধানুসকোদিতে কোথানদারামাসওয়ামি মন্দির দর্শনে যাবেন প্রধানমন্ত্রী। ওই মন্দিরে পুজোও দেবেন তিনি। কথিত আছে, এখানেই রামচন্দ্রের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছিলেন বিভীষণের এবং বিভীষণ তাঁকে উদ্বাস্তু বলেছিলেন। তারপর দুপুরে আরিচল মুনাই পরিদর্শনে যাবেন মোদী। কথিত আছে, আরিচল মুনাই থেকেই রাম সেতু নির্মিত হয়েছিল।