নয়া দিল্লি : সবুজ বিশ্ব লক্ষ্য। সেই লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ভারত। সবুজ বিশ্বকে পাথেয় করেই ১৫০ টি ইলেকট্রিক বাস চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি পরিকাঠামো সংস্থা MEIL রবিবার জানিয়েছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংস্থার সহযোগী অলেক্ট্রা গ্রিনটেক লিমিটেড (Olectra Greentech Limited) দ্বারা নির্মিত ১৫০ টি ই-বাসের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেড (MEIL) একটি বিবৃতিতে জানিয়েছে, ভার্চুয়াল অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী বানেরে একটি বৈদ্যুতিক বাস ডিপো এবং একটি চার্জিং স্টেশনও উদ্বোধন করেন।
বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুণেতে অলেক্ট্রা দ্বারা উৎপাদিত ১৫০ টি বৈদ্যুতিক বাসের একটি বহর জনসাধারণের পরিবহনের জন্য উত্সর্গ করেছেন এবং বানারে একটি অত্যাধুনিক ই-বাস ডিপো এবং একটি চার্জিং স্টেশন উদ্বোধন করেছেন।” এই সংস্থা জানিয়েছে, ডিজেল বৃদ্ধি এড়াতে এবং কার্বন নির্গমন কমাতে বৈদ্যুতিক গতিশীলতাকে উত্সাহিত করার জন্য প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতার মাধ্যমে জাতির কাছে আবেদন করেছেন।
ওলেক্ট্রা গ্রিনটেক লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) কে ভি প্রদীপ বলেছেন, “অলেক্ট্রা পুণে শহরের বর্তমান ১৫০ টি বাসের সঙ্গে আরও ১৫০টি বৈদ্যুতিক বাস যুক্ত করতে পেরে গর্বিত। একটি দক্ষ বৈদ্যুতিক পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে শব্দ দূষণ এবং কার্বন নির্গমনের মাত্রা কমাতে তার প্রচেষ্টার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অলেক্ট্রা।” বিবৃতিতে আরও তথ্য দিয়ে বলা হয়েছে যে বাসগুলির দৈর্ঘ্য ১২ মিটার এবং শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসে ৩৩ জনের বেশি বসার ক্ষমতা রয়েছে। বাসে লাগানো লিথিয়াম-আয়ন (লি-আয়ন) ব্যাটারি এটিকে এক চার্জে প্রায় ২০০ কিলোমিটার ভ্রমণ করতে সক্ষম করে। হাই-পাওয়ার এসি এবং ডিসি চার্জিং সিস্টেম ব্যাটারিকে ৩-৪ ঘণ্টার মধ্যে রিচার্জ করতে সক্ষম।
অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক নিয়ন্ত্রিত এয়ার সাসপেনশন, সিসিটিভি ক্যামেরা, জরুরি বোতাম। হায়দরাবাদ-ভিত্তিক MEIL ভারতের প্রধান পরিকাঠামো সংস্থাগুলির মধ্যে একটি। বিশ্বের প্রায় ১০ টি দেশে এই সংস্থার উপস্থিতি রয়েছে।
আরও পড়ুন : Ukraine-Russia Conflict : এই ফর্ম ফিল আপ না করলে ফিরতে পারবেন না ভারতে, টুইটে জানাল ভারতীয় দূতাবাস