নয়া দিল্লি: বাংলায় একের পর এক মেগা শো করছে বিজেপি। মোদীর (Narendra Modi) উপস্থিতি অপেক্ষকৃত কম হলেও মঞ্চ কাঁপাচ্ছেন অমিত শাহ। তবে এবার আর ভোটের হাওয়া নয়, ভোট একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তাই এবার আসরে নামছেন খোদ প্রধানমন্ত্রী। শুধু বাংলা নয়, নির্বাচন (Assembly Election) আসন্ন এমন পাঁচ রাজ্যেই যাবেন নরেন্দ্র মোদী। মার্চ মাসেই সম্ভবত ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন। হাতে বেশি সময় নেই। তাই আগামী দু সপ্তাহ চরম ব্যস্ততা থাকবে তাঁর।
অসম , কেরল , তামিলনাড়ু , পুদুচেরি ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে চলতি বছরে। অসম ছাড়া বাকি কোনও রাজ্যেই ক্ষমতায় নেই বিজেপি। এর মধ্যে চার রাজ্যে প্রধানমন্ত্রী সফরের সব পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্র। ৭ মার্চ ব্রিগেডে তো প্রধানমন্ত্রীর চমক থাকছেই, তবে কেরল দিয়েই সেই নির্বাচনি সফর শুরু করবেন নরেন্দ্র মোদী।
চার রাজ্যেই হবে জনসভা। পাশাপাশি একগুচ্ছ প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। পশ্চিমবঙ্গে এক বারের বেশি আসার সম্ভাবনা রয়েছে মোদীর। কেরলে প্রকল্পেরও উদ্বোধন দিয়েই শুরু হবে সফরসূচি। দক্ষিণের এই রাজ্যে বিজেপির উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এক বিধায়কের ক্ষীণ উপস্থিতি রয়েছে। তবে, পশ্চিমবঙ্গ এবার বিজেপির অন্যতম টার্গেট তাই পরপর দুবার বঙ্গ সফরে আসবেন মোদী। ৭ মার্চ ব্রিগেডে তাঁকে আনতে চায় বিজেপি।
আরও পড়ুন: চলতি সপ্তাহেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
প্রধানমন্ত্রী তামিলনাড়ুতে যাবেন ১ মার্চ। সেখানেও বিজেপির উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এছাড়া ২২ ফেব্রুয়ারি অসমে ও ২৫ ফেব্রুয়ারি পুদুচেরিতে যাওয়ার কথা নরেন্দ্র মোদীর।