Tanishka Sujit: দেশের প্রধান বিচারপতি হতে চায় কিশোরী তানিষ্কা, টিপস দিলেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi: তানিষ্কা ইনদওরের দেবি আহিল্যা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিতে স্নাতকের ছাত্রী। ১৯ এপ্রিল থেকে স্নাতকের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষায় বসবে সে।

ইনদওর: তানিষ্কা সুজিত। মধ্য প্রদেশের ইন্দোরের বাসিন্দা ১৫ বছরের এই কিশোরী। এই বয়সেই ব্যাচেলার অব আর্টস (বিএ)-এর ফাইনাল বর্ষের পরীক্ষায় বসবে সে। তার পর আইন নিয়ে পড়াশোনা করতে চায় তানিষ্কা। এবং এক দিন দেশের প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন দেখে সে। কোভিডের কারণে ২০২০ সালে বাবা ও দাদুকে হারিয়েছে তানিষ্কা। কিন্তু এই ঘটনা পড়াশোনা থেকে তার মন সরাতে পারেনি। নিজের লক্ষ্যে অটল সে। ১ এপ্রিল মধ্য প্রদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় তানিষ্কার। নিজের লক্ষ্যের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তিনি। তা শুনে প্রধানমন্ত্রী তাকে এক উপদেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী তাকে কী বলেছিলেন সে কথা সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ১৫ বছরের তানিষ্কা।
তানিষ্কা ইনদওরের দেবি আহিল্যা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিতে স্নাতকের ছাত্রী। ১৯ এপ্রিল থেকে স্নাতকের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষায় বসবে সে। মাত্র ১৩ বছর বয়সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন তানিষ্কা। দশম শ্রেণিতেও প্রথম ডিভিশনে পাশ করেছিলেন তিনি। দেবি আহিল্যা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রধান রেখা আচার্য জানিয়েছেন, ১৩ বছর বয়সে স্নাতকে ভর্তি হয়েছিলেন। প্রবেশিকা পরীক্ষায় সে ভালো ফল করেছিল বলেও জানিয়েছেন ওই প্রফেসর।
মোদীর সঙ্গে সাক্ষাতে ১৫ মিনিট কথা বলার সময় পেয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীকে তানিষ্কা জানিয়েছেন, বিএ পাশ করার পর আইন নিয়ে পড়তে চান তিনি। আমেরিকায় গিয়েও আইনের পাঠ নেওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ওই কিশোরী। তা শোনার পর প্রধানমন্ত্রী যা বলেছেন তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন তানিষ্কা। তিনি বলেছেন, “আমার লক্ষ্যের কথা শুনে প্রধানমন্ত্রী আমাকে সুপ্রিম কোর্টে ঘুরতে যাওয়ার কথা বলেন। কী ভাবে আইনজীবীরা সওয়াল জবাব করেন তা সামনে থেকে প্রত্যক্ষ করার পরামর্শ দেন। তা দেখলে লক্ষ্যে পৌঁছনোর জন্য মোটিভেশন পাবো বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।”
