AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: চাকরি পেলেই সরকার উপহার দেবে ১৫ হাজার টাকা, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

PM Viksit Bharat Rozgar Yojana: প্রধানমন্ত্রী মোদী যুব সমাজের কর্মসংস্থানের জন্য ১ লক্ষ কোটি টাকার এই প্রকল্পের ঘোষণা করেছেন। যারাই প্রথম চাকরি করবেন, তারা ১৫ হাজার টাকা করে পাবেন। এই টাকা দেওয়া হবে সরকারের তরফেই।

PM Narendra Modi: চাকরি পেলেই সরকার উপহার দেবে ১৫ হাজার টাকা, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Aug 15, 2025 | 12:26 PM
Share

নয়া দিল্লি: যুব প্রজন্মের জন্য বড় উপহার। ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী হবে এই প্রকল্পে?

প্রধানমন্ত্রী মোদী যুব সমাজের কর্মসংস্থানের জন্য ১ লক্ষ কোটি টাকার এই প্রকল্পের ঘোষণা করেছেন। যারাই প্রথম চাকরি করবেন, তারা ১৫ হাজার টাকা করে পাবেন। এই টাকা দেওয়া হবে সরকারের তরফেই।

এ দিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “স্কিল ডেভেলপমেন্ট, স্বরোজগার, ইন্টার্নশিপের অভিযান চলছে। দেশের যুবপ্রজন্মের জন্য আজ সুখবর এনেছি। ১ লক্ষ কোটি টাকার যোজনা শুরু করছি। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে আজ থেকে। এই যোজনার অধীনে প্রথম চাকরিতে ১৫ হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফে। সাড়ে ৩ কোটি যুবদের রোজগারের মাধ্যম হয়ে উঠবে।”

প্রসঙ্গত, গত মাসেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছিল এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় দুই বছরে সাড়ে তিন কোটিরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মধ্যে ১.৯২ কোটি উপভোক্তাই হবে ফ্রেশার, যারা প্রথমবার চাকরিতে ঢুকছে। এই প্রকল্প দুটি ভাগে বিভক্ত।

প্রথম চাকরি যাদের, তারা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এ রেজিস্টার হলেই এক মাসের ইপিএফ বেতন, যা সর্বাধিক ১৫ হাজার টাকা হবে, তা পাবেন। দুই কিস্তিতে এই টাকা পাওয়া যাবে। ১ লক্ষ টাকা পর্যন্ত যাদের বেতন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। 

প্রথম কিস্তির টাকা পাওয়া যাবে ৬ মাস চাকরি করার পর। দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে ১২ মাস পর।  এই ইনসেনটিভ বা ভাতার একটি অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত ডিপোজিট অ্যাকাউন্টে ফিক্সড করা থাকবে। পরে এই টাকা তোলা যাবে।

দ্বিতীয় অংশে কর্মী নিয়োগের জন্য সংস্থার কর্তারা বিশেষ ভাতা পাবেন। ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মী নিয়োগ করলে সরকারের তরফে সংস্থার নিয়োগ কর্তাকে মাসিক ৩০ হাজার টাকা করে দেওয়া হবে ২ বছর পর্যন্ত।  ৬ মাস কোনও কর্মী কাজ করলেই এই সুবিধা পাওয়া যাবে। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন সেক্টরে তৃতীয় ও চতুর্থ বর্ষেও ভাতা পাবেন।