PM Narendra Modi: কেদার-বদ্রীনাথে আরতি থেকে রামলালার রাজ্যাভিষেক, দীপাবলিতে দম ফেলারও সময় নেই প্রধানমন্ত্রী মোদীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 19, 2022 | 7:22 AM

PM Modi's Schedule for Diwali: গুজরাট, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশ, এই তিন রাজ্যেই একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

PM Narendra Modi: কেদার-বদ্রীনাথে আরতি থেকে রামলালার রাজ্যাভিষেক, দীপাবলিতে দম ফেলারও সময় নেই প্রধানমন্ত্রী মোদীর
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। বিগত দুই বছর করোনা সংক্রমণের কারণে বিধিনিষেধের হাজারো ঘেরাটোপ থাকায়, সেভাবে পালন করা যায়নি কোনও উৎসবই। তবে এবার ধুমধামের সঙ্গেই পালন করা হবে দীপাবলি বা দিওয়ালির উৎসব। প্রত্যেক বছরই দীপাবলি একটু অন্যরকমভাবে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্তে, সীমান্তে কর্তব্যরত জওয়ানদের সঙ্গে উৎসবের দিনটি ভাগ করে নেন তিনি। তবে এবার দীপাবলির উৎসব শুরুর আগে থেকেই দম ফেলার সময়টুকুও নেই প্রধানমন্ত্রীর, টানা প্রায় এক সপ্তাহ ধরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।

দীপাবলির উৎসবের মাঝেই একাধিক প্রকল্পের উপহার নিয়ে তিন রাজ্যের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশ, এই তিন রাজ্যেই একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে প্রতিরক্ষা, কূটনৈতিক থেকে পরিবেশ, একাধিক ক্ষেত্রেই নানা প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। তালিকা থেকে বাদ পড়ছে না ক্রীড়া, সড়ক উন্নয়ন, মন্দির সংস্কার থেকে শুরু করে পর্যটন শিল্পের উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগও।

জানা গিয়েছে, ১৯ ও ২০ অক্টোবর গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ১৫ হাজার ৬৭০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। আজ, ১৯ তারিখে তিনি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ডেফএক্সপো ২০২২-র উদ্বোধন করবেন। এরপর মিশন স্কুলস অব এক্সিলেন্সের উদ্বোধনও করবেন তিনি। জুনাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রাজকোটেও একাধিক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ২০ তারিখে তিনি গুজরাট থেকেই সূচনা করবেন মিশন লাইফের। এরপর কেভাদিয়ায় একটি সম্মেলনে যোগদান ও ভ্যারায় একাধিক প্রকল্পের সূচনা করবেন তিনি।

গুজরাটের পরই ২১ অক্টোবর প্রধানমন্ত্রী যাবেন উত্তরাখণ্ড সফরে। সেখানে কেদারনাথ, বদ্রীনাথ মন্দির আরতি-দর্শনের পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি। ২২ অক্টোবর উত্তরাখণ্ড সফর সেরে ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

২৩ অক্টোবর থেকে শুরু হবে উত্তর প্রদেশ সফর। অযোধ্যার রামলালার দর্শন ও পুজোপাঠ সেরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন ও দীপাবলির উত্‍সবে যোগদান করবেন মোদী। দীপাবলির দিনই অযোধ্যার শ্রীরামের রাজ্য-অভিষেক হবে। এই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। সরায়ূ নদীতে আরতি দেখে, উত্তর প্রদেশে আয়োজিত বিশাল দীপোৎসবেও অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Next Article