AYUSH ministry: মোদির ‘মন কি বাত’-র পর বেড়েছে আয়ুষে আগ্রহ, বলছে মন্ত্রকের গবেষণাপত্র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 28, 2023 | 9:07 PM

'মন কি বাত' অনুষ্ঠান কী ভাবে আয়ুষ সেক্টরের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে এবং কী ভাবে দেশের জাতীয় স্বাস্থ্যনীতির একটি স্তম্ভ হয়ে উঠছে আয়ুষ, তাও মন্ত্রকের তরফে প্রকাশিত দুটি পত্রিকায় তুলে ধরা হয়েছে।

AYUSH ministry: মোদির মন কি বাত-র পর বেড়েছে আয়ুষে আগ্রহ, বলছে মন্ত্রকের গবেষণাপত্র
আয়ুষ মন্ত্রক।

Follow Us

নয়া দিল্লি: আয়ুষ সেক্টরের (Ayush) উপরেও বিশেষ প্রভাব ফেলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ‘মন কি বাত’। বিশেষত, ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানের ৩৭ তম পর্বে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে আয়ুষ সেক্টরের কথা বলা হয়েছে। সম্প্রতি আয়ুষ মন্ত্রকের তরফে প্রকাশিত বিশেষ গবেষণা পত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে।

শুক্রবার আয়ুষ মন্ত্রকের তরফে অফিসিয়াল গবেষণাপত্র, ‘সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস’ (CCRAS), ‘জার্নাল অফ রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস ‘(CCRAS) প্রকাশ করা হয়। এই দুটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, আয়ুষ সেক্টরের উপর ‘মন কি বাত’ কী বিশেষ প্রভাব ফেলেছে। বিশেষত, ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৩৭ তম পর্বের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মন কি বাত অনুষ্ঠানের ৩৭ তম পর্বে প্রধানমন্ত্রী নাগরিকদের কাছে স্বাস্থ্যকর জীবনযাপন, যোগাভ্যাস এবং দৈনিক জীবনযাপনের সঙ্গে আয়ুর্বেদকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিলেন। আয়ুর্বেদের উপকারিতা যে প্রমাণিত, সেকথাও ‘মন কি বাত’ অনুষ্ঠানে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আয়ুষ সেক্টরের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রচেষ্টার মাধ্যমে কেবল ভারত নয়, সারা বিশ্বে ভারতীয় সনাতনী চিকিৎসা পদ্ধতির উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

A আয়ুষ মন্ত্রকের প্রকাশিত পত্রিকায় প্রখ্যাত বিশেষজ্ঞদের মোট ২৪টি প্রবন্ধে ৭টি সম্ভাব্য ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন, নীতি ও জনস্বাস্থ্য, বিজ্ঞান ও প্রমাণ, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা, যোগ ও স্বাস্থ্যবৃত্তি (লাইফস্টাইল, ব্যায়াম, খাদ্য, পুষ্টি), করোনার বিরুদ্ধে যুদ্ধ, শিল্প ও শিক্ষায় সহযোগিতা এবং বিশ্বায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা।

প্রসঙ্গত, আয়ুষ মন্ত্রকের তরফে পত্রিকাটি ত্রৈমাসিক প্রকাশিত হয়। প্রিন্ট এবং অনলাইন- উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যায়। আয়ুর্বেদ, যোগা, ন্যাচারোপ্যাথি, সিদ্ধা, হোমিওপ্যাথি সহ স্বাস্থ্য বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের উপর তথ্য নিয়ে পত্রিকাটি প্রকাশিত হয়। আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, প্রতিমন্ত্রী ডা. মুনজাপারা মহেন্দ্রভাই সহ দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসকেরাও এই পত্রিকায় তাঁদের মতামত প্রকাশ করেছেন।

Next Article