PM Modi’s Security Breach: ৫ স্তরীয় নিরাপত্তা, তারপরও কীভাবে প্রধানমন্ত্রীর কাছে মালা পরাতে পৌঁছে গেলেন যুবক?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 13, 2023 | 7:08 AM

PM's Security Breach: কর্নাটক পুলিশ নিরাপত্তায় গাফিলতির তত্ত্ব মানতে নারাজ।  প্রধানমন্ত্রীর রোড শো ছিল হুবলিতে, সেখানকার পুলিশ কমিশনার জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গাফিলতি হয়নি।

PM Modis Security Breach: ৫ স্তরীয় নিরাপত্তা, তারপরও কীভাবে প্রধানমন্ত্রীর কাছে মালা পরাতে পৌঁছে গেলেন যুবক?
প্রধানমন্ত্রীর রোডশো। ছবি:PTI

Follow Us

বেঙ্গালুরু: স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে জাতীয় যুব উৎসব পালনে কর্নাটকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে আয়োজন করা হয়েছিল বিশাল এক রোড শোয়ের। প্রধানমন্ত্রীকে একবার সামনাসামনি দেখতে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। সেই রোড শোতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ (Security Breach)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গাড়ির পাদানিতে দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময়ই এক যুবক ছুটে এলেন প্রধানমন্ত্রীর দিকে। তাঁর হাতে ধরা মালা, প্রধানমন্ত্রীকে পরানোর আগেই তাঁকে ধরে ফেলেন এবং সরিয়ে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি (SPG)। কিন্তু এই ঘটনার পরই ফের একবার প্রশ্নের মুখে পড়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা।

এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি রয়ে গিয়েছে। ২০২২ সালের জানুয়ারি মাসে পঞ্জাবে যখন একটি সভায় যোগ দিতে যান প্রধানমন্ত্রী মোদী, সেই সময় কৃষকরা পথ আটকে বিক্ষোভ দেখান। বাধ্য হয়ে সভাস্থলের কিছুটা দূরে একটি ফ্লাইওভারের উপরেই প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে প্রধানমন্ত্রীর কনভয়। সেই সময় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, “কোনওমতে প্রাণে বেঁচে ফিরলাম”। তবে বৃহস্পতিবারের ঘটনায় কিছুই বলেননি প্রধানমন্ত্রী। কিন্তু এত গুলি নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে কীভাবে ওই যুবক প্রধানমন্ত্রীর সামনে দৌঁড়ে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে, কর্নাটক পুলিশ নিরাপত্তায় গাফিলতির তত্ত্ব মানতে নারাজ।  প্রধানমন্ত্রীর রোড শো ছিল হুবলিতে, সেখানকার পুলিশ কমিশনার জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গাফিলতি হয়নি। পুলিশের ডিসিপিও বলেন, “প্রধানমন্ত্রীর জন্য় যে বিশেষ নিরাপত্তাবেষ্টনী থাকে, তা লঙ্ঘিত হয়নি। তবে কীভাবে ওই যুবক প্রধানমন্ত্রীকে মালা পরানোর জন্য় এত কাছে পৌঁছে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে”। কেবলমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য় মোতায়েন থাকা এসপিজি সূত্রেও নিরাপত্তা বিঘ্নের তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মোট পাঁচটি স্তরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী থাকে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করেও আরেকটি বলয় তৈরি করা হয়।
  • প্রথম স্তরে, প্রধানমন্ত্রীর একদম পাশে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি।
  • দ্বিতীয় স্তরে থাকে প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা।
  • তৃতীয় স্তরে থাকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি।
  • চতুর্থ স্তরে থাকে নিরাপত্তারক্ষী। যদি কোনও রাজ্য়ের সফরে যান প্রধানমন্ত্রী, তবে সে রাজ্যের নিরাপত্তা কর্মীরাও এই স্তরে থাকেন।
  • পঞ্চম স্তরে, একেবারে বাইরের দিকে থাকে বিশেষ নিরাপত্তার গাড়ি। এই গাড়িতে স্নিফার ডগ, কম্যান্ডো ও পুলিশ।
  • আধুনিক প্রযুক্তির ব্য়বহার করে যাতে কোনও প্রকার নাশকতামূলক কার্যকলাপ না করা যায়, তার জন্য় জ্যামার বসানো গাড়িও থাকে।
Next Article