বেঙ্গালুরু: বিদেশের মাটিতে দাঁড়িয়েই ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। গণতন্ত্র নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, এবার তার কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রবিবার কর্নাটকে (Karnataka) তিনি নাম না করেই আক্রমণ করেন রাহুল গান্ধীকে। তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই ধরনের মানুষেরা ভগবান বাসবেশ্বর, কর্নাটকের মানুষ ও গোটা দেশের মানুষকে অপমান করছেন। কর্নাটককে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকতে হবে।”
চলতি বছরের শেষেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। সেই কারণে আগে থেকেই আট-ঘাট বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি। রবিবার প্রধানমন্ত্রী মোদীর সফরও তারই অঙ্গ ছিল। এ দিন প্রধানমন্ত্রী কর্নাটকের হুবলি-দারওয়াদে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং একাধিক নতুন প্রকল্পেরও ঘোষণা করেন। সেখানেই প্রধানমন্ত্রী কংগ্রেস ও রাহুল গান্ধীকে নাম না করেই আক্রমণ করে বলেন, “ভারত শুধুমাত্র বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, গণতন্ত্রের জননীও… এটা অত্যন্ত দুঃখজনক যে লন্ডনে দাঁড়িয়ে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিছু মানুষ ক্রমাগত ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন।”
প্রধানমন্ত্রী মোদী কার্যত হুঁশিয়ারির সুরেই বলেন, “বিশ্বের কোনও শক্তিই ভারতের গণতন্ত্রের ঐতিহ্যের ক্ষতি বা তাকে আঘাত করতে পারবে না। তবে কয়েকজন গণতন্ত্রকে খাদের ধারে ঠেলে দিচ্ছে। এই ধরনের মানুষেরা ঈশ্বর, কর্নাটকের মানুষ, তথা গোটা ভারতের নাগরিকদেরই অপমান করেছেন। কর্নাটককে এদের থেকে দূরে থাকতে হবে।”
#WATCH | “India is not only the largest democracy but is the mother of democracy…it’s unfortunate that in London questions were raised about India’s democracy…Some people are constantly questioning India’s democracy…”: PM Modi in Hubballi-Dharwad pic.twitter.com/PyBVul8rTg
— ANI (@ANI) March 12, 2023
ভারতের গণতন্ত্রের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, “গোটা বিশ্ব আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে পড়াশোনা করে। এছাড়াও আরও অনেক জিনিস রয়েছে, যার কারণে আমরা বলতে পারি ভারত শুধু বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রই নয়, বরং গণতন্ত্রের জননী… কোনও শক্তি ভারতের গণতন্ত্রকে দুর্বল করতে পারবে না। কিন্তু তারপরও কিছু মানুষ ক্রমাগত ভারতের গণতন্ত্রকে আক্রমণ করার চেষ্টা করছেন।”
প্রসঙ্গত, সম্প্রতিই ব্রিটেন সফরে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভাতেই রাহুল অভিযোগ করেন, সংবাদ মাধ্যম, বিচার ব্যবস্থা ও সংসদ হামলার মুখে পড়েছে। তাঁর এই সমালোচনারই এবার কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী।